এক্সপ্লোর
Advertisement
যাত্রীর অভব্যতায় বিমান ছাড়তে দেরি: ১৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা চাপাতে পারে এয়ার ইন্ডিয়া
নয়াদিল্লি: যাত্রীদের অভব্যতায় বিমান ছাড়তে দেরি হলে চড়া হারে জরিমানা চাপানোর ভাবনা এয়ার ইন্ডিয়ার। রাজধানীতে এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীকে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের চটি খুলে মারার ঘটনার মাসখানেকের মধ্যে এমন উদ্যোগ সরকারি বিমান সংস্থাটির। এবার গায়কোয়াড়ের মতো কোনও যাত্রী যদি বিমানে হুজ্জুতি করেন, বিমান ছাড়তে দেরি করিয়ে দেন, তাহলে ১৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে তারা।
এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, অভব্য যাত্রীর জন্য বিমান রওনা দিতে নির্ধারিত সময়ের এক ঘন্টা দেরি হলে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে। দেরির মাত্রা এক থেকে দু ঘন্টার মধ্যে হলে জরিমানা হবে ১০ লক্ষ টাকা। যদি তার বেশি অর্থাত দু ঘন্টারও বেশি দেরি হয়, তবে সংশ্লিষ্ট যাত্রীকে দিতে হবে ১৫ লক্ষ টাকা জরিমানা।
গত ২৩ মার্চ ইকনমি ক্লাসের পরিবর্তে বিজনেস ক্লাসের আসন চেয়ে হুলুস্থূল বাঁধিয়ে দেন উদ্ধব ঠাকরের দলের ওই সাংসদ। পরবর্তীকালে বহু নিন্দা, সমালোচনা সত্ত্বেও নিজের আচরণের সাফাইও দেন। তবে এয়ার ইন্ডিয়া তো বটেই, কয়েকটি বেসরকারি বিমান সংস্থাও তাঁর টিকিট বাতিল করে। ওই ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ কী করে অভব্য যাত্রীদের মোকাবিলায় চলতি মেকানিজমকে আরও কঠোর করা যায়, সেই ভাবনাচিন্তা শুরু করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement