এক্সপ্লোর
অ্যালকোহল টেস্টে ব্যর্থ, এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলট ও বিমান কর্মীকে ৩ মাসের জন্য সরানো হল

নয়াদিল্লি: অ্যালকোহল টেস্টে ব্যর্থ রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলট ও বিমান কর্মী। বিমানের উড়ান ও অবতরণের টেক-অফ করার আগে পাইলট ও অন্য বিমানকর্মীদের অ্যালকোহল টেস্ট বাধ্যতামূলক। গত ২৫ জানুয়ারি নয়াদিল্লি থেকে রাজকোটগামী বিমানের উড়ানের আগে অ্যালকোহল টেস্টে পাশ করতে পারেননি ওই মহিলা পাইলট ও বিমানকর্মী। তাঁদের তিন মাসের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে বলে জানা গেছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, ওই মহিলা পাইলট ও বিমানকর্মী সহ অন্যান্য কর্মীদের ওপর গত ২৫ জানুয়ারি নয়াদিল্লি থেকে রাজকোটগামী এআই-৯৬৩১ বিমানের উড়ান পরিচালনার দায়িত্ব পড়েছিল। কাজে যোগ দেওয়ার পর তাঁদের বাধ্যতামূলক অ্যালকোহল টেস্ট করা হয়। কিন্তু পরীক্ষার ফল পজিটিভ হয়। বিষয়টি ডিজিসিএ-কে জানানো হয়। দুই বিমানকর্মীকে উড়ান থেকে তিন মাসের জন্য সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার ব্যাপারে এয়ার ইন্ডিয়ার মুখপাত্রর প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদসংস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















