এক্সপ্লোর
Advertisement
বালুচি ভাষায় সংবাদ সম্প্রচারে বিশেষ গুরুত্ব আকাশবাণীর
নয়াদিল্লি: আকাশবাণী (অল ইন্ডিয়া রেডিও বা এআইআর) এবার বালুচি ভাষায় সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্ব দিতে চলেছে। উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের বালুচিস্তানের বাসিন্দাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই আকাশবাণীর এই উদ্যোগ অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, বালুচি ভাষায় আকাশবাণীর পরিষেবা আগে থেকেই রয়েছে। ১৯৭৪-তে তা চালু হয়েছিল। এখন এই ভাষায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাড়তি নজর দিতে চলেছে আকাশবাণী। এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, আকাশবাণীর বালুচি ভাষায় একটি পরিষেবা রয়েছে। এরমাধ্যমে সংবাদ সহ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এখন থেকে বালুচি ভাষায় সংবাদ সম্প্রচার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে বালুচিতে ১০ মিনিটের সংবাদ পরিবেশন করা হয়। এবার এই সময় আরও বাড়তে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসের ভাষণে মোদী বালুচিস্তানের বাসিন্দাদের ওপর পাক সরকারের অত্যাচার নিয়ে সরব হন। এই প্রথম স্বাধীনতা দিবসে দেশের কোনও প্রধানমন্ত্রীর ভাষণে পাকিস্তানের দখলিকৃত অশান্ত এলাকার প্রসঙ্গ উল্লেখিত হয়।
এরপরই আকাশবাণীর এই উদ্যোগ বিশেষ গুরুত্ব পেয়েছে। এর আগে ডিডি নিউজও বালুচ রিপাবলিকান পার্টির নেতা ব্রাহুমদাগ বুগতির সাক্ষাত্কার নিতে জেনিভা গিয়েছিল।
আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন (ইএসডি) ইতিমধ্যেই ৫৭ টি ট্রান্সমিশনে ১০৮ টি দেশে ২৭ টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। এরমধ্যে বালুচি সহ ১৫ টি বিদেশি ভাষা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement