এক্সপ্লোর
রিলায়েন্স জিও-র পাল্টা, ১৫০০ টাকায় ৩ মাসের জন্য আনলিমিটেড ডেটার অফার এয়ারটেলের
![রিলায়েন্স জিও-র পাল্টা, ১৫০০ টাকায় ৩ মাসের জন্য আনলিমিটেড ডেটার অফার এয়ারটেলের Airtel Offers Unlimited Data For 3 Months At Rs 1495 রিলায়েন্স জিও-র পাল্টা, ১৫০০ টাকায় ৩ মাসের জন্য আনলিমিটেড ডেটার অফার এয়ারটেলের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2015/12/24200238/bharti-airtel-pti-L-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রিলায়েন্স জিও-কে টক্কর দিতে কোমর বেঁধে নামল অন্যান্য মোবাইল সংস্থাগুলি। সরকারি বিএসএনএল বৃহস্পতিবারই জানিয়েছে, জানুয়ারি থেকে ফ্রি ভয়েস কলের সুবিধে আনছে তারা। শুক্রবার ভারতী এয়ারটেল জানিয়ে দিল, তাদের ঝুলিতে গ্রাহকদের জন্য ৯০ দিনের এক স্পেশাল প্যাকেজ রয়েছে। ১,৪৯৫ টাকার এই অফার নিলে ফোরজি স্পিডে ৩ মাসের জন্য ৩০ জিবি-র আনলিমিটেড ডেটা পাবেন আপনি।
যাঁরা এয়ারটেলের বর্তমান গ্রাহক, তাঁদের জন্য এই প্যাকেজ রয়েছে ১,৪৯৫ টাকার। নতুন গ্রাহকদের খরচ পড়বে ১,৪৯৪ টাকা। এর ফলে ফোরজি ডেটা রেট কমে দাঁড়াবে ৫০ টাকা প্রতি জিবি। ফোরজি-র সুবিধে থাকা মোবাইলে এই ডেটা প্যাকেজ কার্যকরী হবে।
এই প্যাকেজে ৯০ দিনের জন্য ৩০জিবির হাই স্পিডের ডেটা পাওয়া যাবে। ডেটা লিমিট পেরিয়ে গেলেও ইন্টারনেট থাকবে, তবে ফোর জি স্পিড কমে হয়ে যাবে টুজি। মূলত ফোরজি হ্যান্ডসেটের গ্রাহকদের টার্গেট করেই এই নয়া প্যাকেজ বলে সংস্থাটি জানিয়েছে, কারণ এই গ্রাহকরা প্রতি মাসে ভাল পরিমাণে ডেটা ব্যবহার করেন। নয়া প্যাকেজের ফলে ডেটা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা ভুলে যতক্ষণ ধরে খুশি, ইচ্ছেমত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাঁরা।
তবে আপাতত দিল্লিতে পাওয়া যাচ্ছে এই প্যাক। কদিনের মধ্যে অন্যান্য জায়গাতেও চালু হবে।
৫ তারিখ লঞ্চ হয়েছে রিলায়েন্স জিও সার্ভিস। এর গ্রাহকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্রি ভয়েস ও ডেটা পরিষেবা পাবেন। তারপর ভয়েস কল ফ্রি হয়ে যাবে, ডেটার খরচ নেওযা হবে নামমাত্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)