দেশের মধ্যে আর রোমিং চার্জ নয়, ঘোষণা এয়ারটেলের
নয়াদিল্লি: রিলায়েন্স জিও-র থেকে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে গ্রাহক ধরে রাখতে ময়দানে অবতীর্ণ হল ভারতী এয়ারটেল।
সংস্থার তরফে জানানো হয়েছে, এবার থেকে দেশের মধ্যে কোথাও ভয়েস, ডেটা বা এসএমএস-এর ক্ষেত্রে রোমিং চার্জ লাগবে না। সবকটিই লোকাল হিসেবেই গণ্য হবে। অর্থাৎ, কোনও গ্রাহক তাঁর হোম সার্কল থেকে বেরিয়ে দেশের যে কোনও সার্কেলে গিয়ে ফোন থেকে কল বা এসএমএস বা ইন্টারনেট করেন—চার্জ ধার্য হবে লোকাল রেটই।
সংস্থা জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। এদিন প্রেস বিবৃতিতে এই বিষয়টিকে ‘রোমিংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ বলে উল্লেখ করেছে দেশের বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা।
পাশাপাশি, আন্তর্জাতিক কল রেটেও প্রায় ৯০ শতাংশ কমানোর ঘোষণা করেছে এয়ারটেল। জানা গিয়েছে, নতুন রেট অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক কল রেট প্রতি মিনিটে সর্বনিম্ন ৩ টাকা হবে। একইভাবে, রোমিংয়ে (বিদেশে) ডেটা চার্জের হার ৯৯ শতাংশ কমানো হয়েছে। সংস্থার দাবি, এবার থেকে ডেটা রেট হবে ৩ টাকা প্রতি এমবি।
এমনকী, বিদেশে যাওয়ার আগে কোনও গ্রাহক যদি রোমিং প্যাক যুক্ত করতে ভুলেও যান, তাহলেও চিন্তার কোনও কারণ নেই বলে দাবি এয়ারটেলের। সংস্থা জানিয়েছে, বিল যাতে বড় অঙ্কের না হয়, তার জন্য বেসিক রোমিং প্যাক হিসেবে টাকা প্রতিদিন ধার্য করা হবে গ্রাহককে।