১৪৫ টাকায় যত খুশি কথা! জিও মোকাবিলায় নতুন অফার এয়ারটেলের
নয়াদিল্লি: রিলায়েন্স জিও-র মোকাবিলা করতে এবার গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল এয়ারটেল।
সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহক চাহিদাকে মাথায় রেখে তারা ২টি অফার নিয়ে হাজির হয়েছে। প্রথমটি হল ১৪৫ টাকার প্যাক—যেখানে বিনামূল্যে সীমাহীন এয়ারটেল-টু-এয়ারটেল লোকাল /এসটিডি কল করা যাবে। একইসঙ্গে মিলবে ৩০০ এমবি ৪-জি ডেটা।
দ্বিতীয় প্যাকটি ৩৪৫ টাকার। এখানে গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে সীমাহীন লোকাল /এসটিডি কল করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি, পাওয়া যাবে ১ জিবি ৪-জি ডেটা। উভয় প্যাকের সময়সীমা ২৮ দিন।
প্রসঙ্গত, বাজারে আসার পর থেকেই দেশের অন্যান্য মোবাইল নেটওরার্ককে কার্যত পেছনে ঠেলে দিয়েছে মুকেশ অম্বানির রিলায়েন্স জিও নেটওয়ার্ক। প্রথম তিনমাসে গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি। সম্প্রতি, নিজেদের ফ্রি ভয়েস ও ডেটা কলের সময়সীমাকে আরও তিনমাস বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করেছে রিলায়েন্স।
এতে, ভোডাফোন থেকে শুরু করে এয়ারটেল, আইডিয়া সবকটি মোবাইল নেটওয়ার্কের ব্যবসায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা আসতে শুরু করেছে। এখন তার মোকাবিলা করতে এবং নিজেদের গ্রাহক ধরে রাখতে বিভিন্ন অফার নিয়ে আসতে বাধ্য হচ্ছে তারা।
তবে, সংস্থাগুলির মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, তার ফলে আখেরে টেলিকম মার্কেটের ক্ষতি হচ্ছে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানান, এমনিতেই দেশের টেলিকম শিল্পের মাথায় ৪ লক্ষ ২৫ হাজার কোটির ঋণ রয়েছে। এইভাবে, দর কমানোর দৌড়ে নামলে তা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন তাঁরা।