এক্সপ্লোর
Advertisement
দেখুন! শ্লোকা মেহতাকে কীভাবে প্রপোজ করলেন আকাশ অম্বানি
মুম্বই: দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানির ছেলে আকাশ বিয়ে করতে চলেছেন ছোটবেলার বন্ধু শ্লোকা মেহতাকে। ২৭ বছরের আকাশ শ্লোকার সঙ্গে এক স্কুলে পড়তেন, এক সঙ্গে বড় হয়েছেন তাঁরা।
জুন মাসে হবে তাঁদের আশীর্বাদ। বিয়েও হবে এ বছরই।
তার আগে গতকাল গোয়ার অনুষ্ঠানে যোগ দেন দুই পরিবারের লোকজন। আকাশ প্রপোজ করেন হবু স্ত্রীকে। এ জন্য মঞ্চ সাজানো হয় সাদা মল্লিকা ফুলে, সমুদ্রের ধারে হয় গোটা অনুষ্ঠান।
অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টার করে গোয়া পৌঁছয় গোটা অম্বানি পরিবার। ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ ২৫ জন। অনুষ্ঠানের শেষে আকাশ আলো হয়ে ওঠে বাজিতে। মুকেশ, তাঁর স্ত্রী নীতা ও মা কোকিলাবেন হবু পুত্রবধূকে কেক খাইয়ে পরিবারে সামিল করে নেন।
আকাশ বলেন, শ্লোকা তাঁর কাছে স্পেশাল, তাঁদের বন্ধুত্ব ভালবাসায় পরিণতি পেয়েছে, তাই তিনি খুব খুশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement