Uttarpara News: বর্ষবরণের রাতে মার খেলেন TMC-র পঞ্চায়েত সদস্য।আশঙ্কাজনক অবস্থায় ভর্তি RG করে
ABP Ananda Live: বর্ষবরণের রাতে উত্তরপাড়ায় মার খেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাখলায়।এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, রাতে বন্ধুবান্ধব নিয়ে ওই এলাকায় পিকনিক করতে যান রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পার্থ নস্কর।অভিযোগ, তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয়। স্থানীয়দের অভিযোগ, উত্তরপাড়া স্টেশন লাগোয়া এলাকায় দিনের বেলা মাদক বিক্রি হয়। পুলিশি ধরপাকড় হলে সাময়িকভাবে বন্ধ থাকে। ফের শুরু হয় মাদক কেনাবেচা। এই কারণেই অপরাধমূলক কাজকর্ম বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।
নতুন বছরে জমজমাট বেলুড়মঠ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম। আজকের দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আর সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মেতে উঠেছে ভক্ত সহ অসংখ্য সাধারণ মানুষ।
এদিন দক্ষিণেশ্বর, মায়ের বাড়ি তো বটেই বেলুড়মঠে প্রচুর মানুষের সমাগম হয়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির অসংখ্য মানুষ। কেউ এসেছে সপরিবারে, কেউবা একা বা বন্ধুর সাথে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুড় মঠ চত্বরে, গঙ্গার পাড়ে চুটিয়ে আড্ডা এবং প্রসাদগ্রহণ । সব মিলিয়ে বছরের প্রথম দিনের বেলুড় মঠের চিত্রটা একটু অন্যরকম।