গুজরাতের গাধাদের ‘ভয়’ পেয়েছেন অখিলেশ, কটাক্ষ মোদীর
বাহরাইচ: উত্তরপ্রদেশ নির্বাচনে এখনও অব্যাহত ‘গাধা-তরজা’। দুদিন আগে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন অখিলেশ যাদব। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার বাহরাইচে বিজেপির শঙ্খনাদ সভায় যোগ দিতে এসে মোদী জানান, তিনি বিস্মিত এটা দেখে যে গুজরাতের গাধাকে ‘ভয় পান’ অখিলেশ। প্রধানমন্ত্রী জানান, ওই ‘বিশ্বস্ত’ ও ‘পরিশ্রমী’ জন্তুর থেকে অনুপ্রেরণা লাভ করেন।
এখানেই থেমে থাকেন নি মোদী। অখিলেশের বিরুদ্ধে আক্রমণ বজায় রেখে মোদী জানান, গাধার সমালোচনা করে নিজের ‘জাতপাত মানসিকতা’ প্রতিফলন ঘটিয়েছেন। মোদী বলেন, নির্বাচনে বিরোধীরা একে অপরকে আক্রমণ করেই থাকে।
প্রধানমন্ত্রীর কটাক্ষ, আমি বুঝতাম যদি আপনি মোদী ও বিজেপিকে আক্রমণ করতেন। কিন্তু, গাধাকে আক্রমণ করে বসলেন! আপনি কি গাধাকে ভয় পান? তাও যারা হাজার কিলোমিটার দূরে রয়েছে?
মোদী যোগ করেন, তিনি গাধাদের থেকে অনুপ্রেরণা প্রাপ্ত করেন। বলেন, এদেশের মানুষ আমার প্রভু। আমি ওদের (গাধাদের) থেকে অনুপ্ররণা নিই, কারণ আমি দিনরাত মানুষের জন্য কাজ করি। গাধারা, তাদের প্রভুর প্রতি আনুগত্য।
প্রসঙ্গত, সম্প্রতি মোদীর রাজ্য গুজরাত পর্যটনের হয়ে একটি বিজ্ঞাপনে গাধা-সংরক্ষণের হয়ে সওয়াল করেছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। মাত্র তিনদিন আগে রায় বরেলির সভায় নাম না করে অমিতাভকে উদ্দেশ্য করে অখিলেশ বলেছিলেন, দয়া করে ওই গাধাদের প্রচার করবেন না।