এক্সপ্লোর
Advertisement
পরীক্ষায় নকলে সমর্থন অখিলেশের, বললেন, ঠিক আছে, সকলেই তো করে
লখনউ: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে এবার পরীক্ষায় টুকলিকে সমর্থন করে বসলেন অখিলেশ যাদব। তাঁর দাবি, পরীক্ষায় পাশ করার জন্য নকল করা ঠিক। একইসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপিও তো তাঁদের ম্যানিফেস্টো নকল করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোন্ডায় ভোটপ্রচারে গিয়ে বলেছিলেন, সমাজবাদী পার্টির শাসনে উত্তরপ্রদেশে পরীক্ষায় নকল করার সুবিধে পেতে নিলাম পর্যন্ত হচ্ছে। পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, তার জন্য চড়ছে দর।
উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের শোহরতগড়ে প্রচারে এসে অখিলেশ তার জবাবে বলেন, নকল তো খারাপ কিছু নয়। সকলেই ছোটবেলা থেকে এখনও পর্যন্ত কখনও না কখনও নকল করেছে। দর্শকদের সম্বোধন করে তাঁর প্রশ্ন, এখানে এমন কেউ আছেন কি, যিনি কখনও নকল করেননি। পরীক্ষায় পাশ করার জন্য নকল করা জরুরি।
বিজেপিও তাঁদের ম্যানিফেস্টো নকল করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
বিজেপিকে হঠিয়ে ক্ষমতায় এসে অখিলেশের বাবা মুলায়ম সিংহ যাদব রাজ্যে অ্যান্টি কপিং ল নিষিদ্ধ করেন। এই আইন ‘৯২ সালে চালু করেন তৎকালীন মুখ্যমন্ত্রী রাজনাথ সিংহ। অভিযোগ, আইনটি নিষিদ্ধ করার পর থেকেই উত্তরপ্রদেশ নকলের স্বর্গরাজ্য হয়ে ওঠে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement