এক্সপ্লোর
Advertisement
কৃষক আত্মহত্যা কবলিত গ্রাম দত্তক নিতে পারেন অক্ষয় কুমার
মুম্বই: মহারাষ্ট্রের যাবাতমল জেলার একটি গ্রাম দত্তক নিতে পারেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কলেক্টর সচিন্দ্র প্রতাপ সিংহ শনিবার এই প্রস্তাবে সই করেছেন। সিংহ জানিয়েছেন, সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী সুধীর মুঙ্গান্টিওয়ারের সঙ্গে মুম্বইতে দেখা করেন অক্ষয়। বৈঠকের সময় কৃষকদের দুরাবস্থার কথা অক্ষয়কে জানান অর্থমন্ত্রী। ক্ষতির সম্মুখীন হয়ে একের পর এক কৃষক কীভাবে আত্মহত্যা করছেন সেই বাস্তব ছবিটা তুলে ধরেন তিনি। তিনি জানান, সবথেকে বেশি খারাপ অবস্থা বিদর্ভ এবং যাবাতমলের।
সিংহ জানিয়েছেন, সেইসময় কৃষক আত্মহত্যা কবলিত একটি গ্রাম দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন অক্ষয়। এরপর সরকার জেলা প্রশাসনের কাছে এমন একটি গ্রাম সুপারিশ করতে বলে যেখানে কৃষক-আত্মহত্যার হার সবথেকে বেশি।
রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কালেক্টর(আরডিসি) রাজেশ খাওয়ালে পিম্পরি বাটি নামে একটি গ্রামের প্রস্তাব দেন, যেখানে কৃষক আত্মহত্যার সংখ্যা অনেক বেশি। সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সুপারিশ।যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেনি অক্ষয় কুমারের অফিস।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ গত বছর মার্চ মাসে পরিস্থিতি পরিদর্শনের জন্য ওই গ্রামের গিয়েছিলেন। ছিলেন এক রাত। তখন তিনি আশ্বস্ত করেছিলেন, কৃষক আত্মহত্যা রুখতে সবরকমভাবে সাহায্য করবে সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement