এক্সপ্লোর
সাম হাসপাতালে অগ্নিকাণ্ড: দোষীদের শাস্তি দিতে হবে, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ভুবনেশ্বরের: সাম হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসুরক্ষা বিধি সংক্রান্ত ত্রুটিবিচ্যূতির ঘটনায় দোষীদের সাজা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এদিন নাড্ডা ওই পুড়ে যাওয়া বেসরকারি হাসপাতালে যান। এরপর তিনি বলেন, এটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। একইসঙ্গে উদ্বেগজনকও। হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিষয়ও নজরে এসেছে। এই ঘটনায় ওড়িশা সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা দরকার। সাম হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। এইমসে চিকিত্সাধীন এক রোগীর এদিন মৃত্যু হয়েছে।ফুসফুসে ক্যানসারে আক্রান্ত এই মহিলা রোগী সাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অগ্নিকাণ্ডের পর খুবই গুরুতর অবস্থায় তাঁকে এইমসে নিয়ে আসা হয়েছিল। উল্লেখ্য, সোমবার অগ্নিকাণ্ডের পর সাম হাসপাতালের ১০৬ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এইমস, ক্যাপিট্যাল হাসপাতাল, আমরি হাসপাতাল, কেআইএমএস সহ ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীনদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। নাড্ডা রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। অগ্নিকাণ্ডে জখমদের চিকিত্সার ক্ষেত্রে কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে সবধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন নাড্ডা। এদিকে, সাম হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের নিকটাত্মীয়দের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক। অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের সুপার-সহ চার আধিকারিককে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ। গতকাল এদের বিরুদ্ধে খণ্ডগিরি থানায় অভিযোগ দায়ের করে দমকল। রাজ্য সরকারের কাছে রিপোর্টও পেশ করেছে তারা। পাশাপাশি, রাজ্যের সমস্ত সরকারি চিকিত্সাকেন্দ্রগুলিতে অগ্নিসুরক্ষা বিধি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। রাজ্যের মুখ্যসচিবের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















