এক্সপ্লোর
Advertisement
যন্তর মন্তরে সংরক্ষণের দাবিতে জাঠ বিক্ষোভ
নয়াদিল্লি: শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে সামিল হলেন জাঠ সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি ও পঞ্জাব থেকে বিক্ষোভকারীরা আজ যন্তর মন্তরে এই বিক্ষোভে যোগ দেন। তাঁদের দাবি, সংরক্ষণের পাশাপাশি গত বছরের হিংসাত্মক বিক্ষোভে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং বিক্ষোভ দমন করার নামে যে পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের উপর অত্যাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সর্বভারতীয় জাঠ সংরক্ষণ সংঘর্ষ সমিতির সভাপতি যশপাল মালিক বলেছেন, ‘হরিয়ানায় মনোহরলাল খট্টার সরকার আমাদের দাবির প্রতি যে অসংবেদনশীলতা দেখিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা এখানে এসেছি।’
যশপাল আরও বলেছেন, সরকারকেই সমাধানসূত্র খুঁজে বার করতে হবে। কিন্তু হরিয়ানা সরকারের মনোভাব দেখে মনে হচ্ছে না তারা সমাধান চায়। সেই কারণে তাঁরা দীর্ঘ আন্দোলনের জন্য তৈরি। দেশের ১৩টি রাজ্য থেকে জাঠ সম্প্রদায়ের ৫০ লক্ষ মানুষ এই আন্দোলনে যোগ দেবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement