এক্সপ্লোর
Advertisement
এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোট- এসপির জয়জয়কার, ধাক্কা খেল এবিভিপি
এলাহাবাদ: গুরুদাসপুরের পর এলাহাবাদ। প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে বড়সড় ধাক্কা খেল এবিভিপি। পাঁচটার মধ্যে চারটে পদেই হেরেছে তারা, জয় পেয়েছে মোটে একটায়।
গত দুটি ভোটে এবিভিপি পাঁচটার মধ্যে ৪টে পদই দখলে রেখেছিল। এবার সভাপতি, সহ সভাপতি সব পদেই তারা বিশ্রী হেরেছে। দুর্দান্ত ফল করেছে এসপির সমাজবাদী ছাত্র সভা বা এসসিএস। সভাপতি, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদকের পদ জিতেছে তারা। এবিভিপি পেয়েছে শুধু সাধারণ সম্পাদকের পদ।
এলাহাবাদ বিশ্ববিদ্যালয় বরাবরই সোশ্যালিস্ট ও বামেদের শক্ত ঘাঁটি। তা সত্ত্বেও গত ২ বছরের ভোটে দারুণ ফল করে এবিভিপি। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এ বছরের শুরুতে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে বিজেপি রাজ্য জুড়ে ধুয়ে মুছে দেয় এসপি, বিএসপিকে।
কিন্তু এবার এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতা অবনীশ কুমারকে সামনে রেখে জয় ছিনিয়ে নিয়েছে এসসিএস। অবনীশ সভাপতির পদে নির্বাচিত হয়েছেন, এবিবিপির প্রিয়াঙ্কা সিংহ অনেক পিছনে, হয়েছেন তৃতীয়। সহ সভাপতি পদের অবশ্য ফয়সালা হয় মাত্র ৭২ ভোটে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement