ভারতের জাতীয় পতাকার ছবি লাগানো দরজার পাপোস! অ্যামাজন কানাডাকে ক্ষমা চাইতে নির্দেশ সুষমার
নয়াদিল্লি: ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া দরজার পাপোস বিক্রি করছে অ্যামাজন কানাডা, এমন অভিযোগ পেয়ে তীব্র আপত্তি জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দফায় দফায় ট্যুইট করে প্রতিবাদ জানিয়ে ওই পণ্য তুলে নিয়ে আমাজনকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলেছেন তিনি।
Indian High Commission in Canada : This is unacceptable. Please take this up with Amazon at the highest level. https://t.co/L4yI3gLk3h Amazon must tender unconditional apology. They must withdraw all products insulting our national flag immediately. /1 If this is not done forthwith, we will not grant Indian Visa to any Amazon official. We will also rescind the Visas issued earlier.
অ্যামাজন কানাডার সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করে কড়া অবস্থান জানিয়ে দিতে কানাডার ভারতীয় দূতাবাসকেও নির্দেশ দিয়েছেন সুষমা। বলেছেন, এমনটা কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না।
ভারত যে এই ইস্যুতে কঠোর মনোভাব দেখাতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে সুষমার কথায়। তিনি ই-রিটেলার সংস্থাকে জানিয়ে দিয়েছেন, ক্ষমা না চাইলে আমাজনের কোনও কর্মীকে ভারতের ভিসা দেওয়া হবে না, যাদের ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে, তাদের ভিসাও বাতিল করা হবে।
সুষমাকে প্রথমে বিষয়টি সম্পর্কে ট্যুইট করে অবহিত করেন জনৈক অতুল ভোবে। তিনি অ্যামাজনের মাধ্যমে বিক্রি হওয়া পণ্যের স্ক্রিনশট সহ লেখেন, @সুষমা স্বরাজ ম্যাডাম। অ্যামাজন কানাডাকে নিষিদ্ধ করে জানিয়ে দেওয়া উচিত, যেন ওরা ভারতের তেরঙ্গা পতাকা আঁকা পাপোস বিক্রি না করে। দয়া করে কিছু করুন।