এক্সপ্লোর
Advertisement
নজরে বিদেশ থেকে ভারতীয়দের নিয়ে আসা বিমান! কেরলে এক সপ্তাহে গ্রেফতার ৭ সোনা পাচারকারী
করোনা আবহে এখনও থমকে জনজীবন। দেশের বিভিন্ন জায়গায় এমনকি দেশের বাইরেও আটকে থাকা মানুষদের ফিরিয়ে আনার জন্য চলছে বিশেষ বিমান। কিন্তু সেই বিমানে করেই চেষ্টা চলছে সোনা পাচারের! গত ৩ দিনে দেশের বিভিন্ন এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছে মোট ৭ জন সোনা পাচারকারী।
কেরল: করোনা আবহে এখনও থমকে জনজীবন। দেশের বিভিন্ন জায়গায় এমনকি দেশের বাইরেও আটকে থাকা মানুষদের ফিরিয়ে আনার জন্য চলছে বিশেষ বিমান। কিন্তু সেই বিমানে করেই চেষ্টা চলছে সোনা পাচারের! গত ৩ দিনে দেশের বিভিন্ন এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছে মোট ৭ জন সোনা পাচারকারী। বিশেষ করে বিদেশ থেকে ভারতে ফিরছে যে বিমানগুলি সেগুলি করেই চলছে সোনা পাচারের চেষ্টা।
সূত্রের খবর, চলতি সপ্তাহেই কেরলের বিমানবন্দরে লক্ষাধিক টাকার সোনা নিয়ে ধরা পড়েন এক মহিলা। গতকাল কোচির বিমানবন্দর থেকে ২৫০ গ্রাম সোনা সহ ধরা পড়েন ওই মহিলা। বাহরাইন থেকে গালফ্ এয়ার বিমানে করে কোচিতে আসেন তিনি। তাঁর পোশাক ও অন্তর্বাস থেকে উদ্ধার হয় প্রায় ১০ লাখ টাকা মূল্যের সোনা। ওই মহিলা সোনা পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত বলে মনে করছে পুলিশ। যাঁরা কাজ হারিয়েছেন ও অর্থ কষ্টে ভুগছেন প্রধানত তাঁদেরও কাজে লাগাচ্ছেন এই সোনা পাচারকারী চক্র।
সাধারণত খেজুরের বীজ, বেল্টের চামড়া, জুতোর তলা, অন্তর্বাস এমনকি সসেজের মধ্যে লুকিয়েও পাচার করা হয় সোনা। গত রবিবারই কন্নুড় বিমানবন্দর থেকে ৩ জন সোনা পাচারকারী ধরা পড়ে। শারজা ফেরত এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় ১.২৫ কেজি সোনা। শেষ সপ্তাহে কেরলের ৪টি বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছে মোট ৫ কেজি সোনা।
২০১৯ সালে কোচি বিমানবন্দর থেকে ১৩১ কেজি সোনা উদ্ধার করে হয়েছিল যার আনুমানিক মূল্য প্রায় ৪৮ কোটি। আটক হয়েছিল ৩৬৯ জন সোনা পাচারকারী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement