এক্সপ্লোর
জম্মু ও কাশ্মীর বিধানসভায় গৃহীত হল জিএসটি

শ্রীনগর: ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস বিধায়কদের বিরোধিতার মধ্যেই জম্মু ও কাশ্মীর বিধানসভায় গৃহীত হল জিএসটি। ১ জুলাই দেশজুড়ে জিএসটি চালু হয়ে গেলেও, একমাত্র জম্মু ও কাশ্মীরই বাকি ছিল। বুধবার বিধানসভায় জিএসটি প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী হাসিব দ্রাবু। রাজ্যের বিশেষ অধিকার এবং কর কাঠামো রক্ষা করার জন্য রাষ্ট্রপতির নির্দেশের কথা বলা হয়েছে প্রস্তাবে। রাষ্ট্রপতির এই নির্দেশের মাধ্যমে সংবিধানের ৩৭০ ধারার সঙ্গে কোনওভাবেই আপস করা হচ্ছে না বলেও জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।
পরিসংখ্যান দিয়ে হাসিব বলেন, জিএসটি চালু না করার ফলে রাজ্যের বাণিজ্য প্রায় ৫০ শতাংশ মার খেয়েছে। গত বছরের ৪ জুলাই রাজ্যে যেখানে মালভর্তি ট্রাক এসেছিল, এবার সেখানে একই দিনে এসেছে অর্ধেক ট্রাক। রফতানিও অর্ধেক হয়ে গিয়েছে। ফলে রাজস্ব আদায়ও অর্ধেক হয়ে গিয়েছে। বিরোধীদের অভিযোগ সত্যি হলে তিনি আর বিধানসভায় ফিরে আসবেন না বলেও দাবি করেছেন অর্থমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
