এক্সপ্লোর
Advertisement
বনধ, হরতাল ডাকতে হলে আগাম অন্তত সাতদিনের নোটিস দিতে হবে, হিংসায় ক্ষয়ক্ষতির দায় নিতে হবে উদ্যোক্তাদের, শবরীমালা ইস্যুতে উত্তপ্ত কেরলে কড়া অবস্থান হাইকোর্টের
কোচি: শবরীমালা ইস্যুতে উত্তপ্ত কেরলে বনধ নিয়ে কড়া অবস্থান আদালতের। কেরল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মালয়ালা বেদি এগেইনস্ট হরতালস নামে একটি এনজিও-র রাজ্যে বনধ, হরতালের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানির সময় কেরল হাইকোর্ট জানিয়ে দিল, এবার থেকে অন্তত সাতদিনের আগাম নোটিশ না দিয়ে কেউ বনধ, হরতাল ডাকতে পারবে না। আচমকা হরতাল ডাকার চলতি রীতির নিন্দা করে প্রধান বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এ কে জয়শঙ্করণ নাম্বিয়ারের ডিভিশন বেঞ্চ বলেছে, আগাম নোটিশ ছাড়া বনধ ডাকা হলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারেন, সরকারও পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারে। যেসব রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গ হরতাল ডাকবে, তাদের সাতদিন আগে তা জানাতে হবে। বনধ, হরতাল চলাকালে হিংসা, অশান্তির ফলে ক্ষয়ক্ষতির দায়ও তাদের নিতে হবে।
পর্যাপ্ত আইনের প্রয়োগ না থাকার ফলে হরতাল একটা লাগাতার ব্যাপার হয়ে উঠেছে, হঠাত্ হঠাত্ বনধ, হরতালে রাজ্যের অর্থনীতি ও সামগ্রিক ভাবে দেশের পর্যটন ব্যবসা মার খায় বলে অভিমত জানিয়েছে বেঞ্চ। বলেছে, প্রতিবাদের অধিকার অবশ্যই আছে, কিন্তু তা যেন নাগরিকদের মৌলিক অধিকারের ক্ষতি না করে।
রাজ্য সরকারকে এ ব্যাপারে তিন সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা পেশ করতেও বলেছে আদালত। পিটিশনে চেম্বারের অভিযোগ, ২০১৮-য় কেরলে ৯৭টি বনধ হয়েছে, যাতে ব্যবসা, লোকজনের রুটিরুজি মার খেয়েছে। এ ধরনের হরতালের দিন দোকানপাট, শিল্প প্রতিষ্ঠানের জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছে সংগঠনদুটি। গত ডিসেম্বরেই রাজ্যের ৩৫টি বনিক গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলের বনধ, হরতালের বিরুদ্ধে জোট বেঁধেছে, সিদ্ধান্ত নিয়েছে, ২০১৯-কে হরতাল-বিরোধী বর্ষ হিসাবে পালন করবে। শবরীমালা ইস্যুতে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির ডাকা হরতালে কেরলে ব্যাপক অশান্তি হয়।
শবরীমালা ইস্যুতে লোকসভায় আজ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি খারিজ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলে ক্ষমতাসীন সিপিএম, বামেরা খুনের রাজনীতি করছে, যার শিকার বিজেপি কর্মীরা, এই অভিযোগ তুলে দুবে দাবি করেন, ওদের সরকারকে বরখাস্ত করে কেরলে রাষ্ট্রপতি শাসন চাই। পাল্টা বিজয়ন জানান, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তাঁর সরকারকে চাপে ফেলা যাবে না। বলেন, হিংসা হিংসাই, সরকার তা দমনে কঠোর পদক্ষেপ করবে। অন্য রাজ্যে আরএসএস অশান্তি করলে কোনও ব্যবস্থা নেওয়া হয় না, যারা দিনেদুপুরে খুনখারাপি করে, তারাও সাজা পায় না। এধরনের লোকজন কেরলে কিন্তু পার পাবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement