এক্সপ্লোর
Advertisement
তিরুমালায় ২ কেজির সোনার বর্ম দান ভক্তের
তিরুপতি: তিরুমালার মন্দিরে দু কেজি ওজনের সোনার তৈরি বর্ম দান করলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
এর সঙ্গে দান করলেন সাত কেজি ওজনের রুপোর তৈরি পদ্ম-পীতম (বেদী) এবং দু কিলো ওজনের রুপোর মুকুট।
পাশাপাশি, উৎসববারুলু মন্দিরে আরও একটি ২ কেজি ওজনের রুপোর পা-দানি উপহার দেন ওই ব্যক্তি।
মন্দিরের রীতি অনুযায়ী, স্বর্ণ-বর্মটি শ্রী ভূবরহাস্বামীকে উৎসর্গ করা হয়েছে। পদ্ম-পীতমটি উৎসর্গ করা হয়েছে মূল মন্দিরের স্নাপনা তিরুমঞ্জনমের বিগ্রহকে।
মন্দির সূত্রে খবর, ব্রাহ্মোৎসবমের সময় স্নাপনা তিরুমঞ্জনমকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। মোট ৯ দিন ধরে চলে ব্রাহ্মোৎসবম। এরমধ্যে টানা ৩ দিন ধরে চলে স্নাপনা তিরুমঞ্জনমের পুজো।
জানা গিয়েছে, দাতা অনুরোধ করেছেন, পদ্ম-পীতমকে স্নাপনা তিরুমঞ্জনমের সময় ব্যবহার করতে।
মন্দির সূত্রে খবর, মোট দান করা সামগ্রীর মূল্য ১ কোটি টাকার বেশিই হবে। বরহা-জয়ন্তীর সময় এমন দান পাওয়া সৌভাগ্যের বলে জানান কর্তৃপক্ষের এক সদস্য।
জানা গিয়েছে, এই দানের পরিবর্তে ওই ব্যক্তি কোনও রসিদ নেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement