এক্সপ্লোর
বিয়ের ফাঁদে ফেলে মহিলা ঠকানোর চক্র, হায়দরাবাদ থেকে গ্রেফতার আরও দুই

হায়দরাবাদ: দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে একটি খবর ভাইরাল হয়। যেখানে এক ১৬ বছরের কিশোরীর সঙ্গে মেয়েটির কাকা-কাকিমা পাঁচ লাখ টাকার বিনিময় ওমানে এক ষাট বছরের বৃদ্ধের বিয়ে দিয়ে দিয়েছে। এখন মেয়েটি এখানে ফিরে আসার জন্যে কান্নাকাটি করছে। এরমধ্যেই এমন একটি বিয়ে করে লোক ঠকানোর চক্রের দুই ব্যক্তিকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। সাইবারাবাদ পুলিশ সংযুক্ত আরব আমিরশাহি থেকে দুই ব্যক্তিকে এই রকম লোক ঠকানোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। তিরিশ বছরের এক মহিলাকে বিয়ে করে সহবাস করে দেশের পালানোর ছক ছিল সেই ব্যক্তির। একইকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তির ভাই ও হায়দরাবাদের আরও দুই স্থানীয় বাসিন্দাকে। সংযুক্ত আরব আমিরশাহীর দুই বাসিন্দার নাম সেলিম ওবেইদ সইদ শামলান আলজাবি (৫২) এবং তার ভাই ইব্রাহিম ওবায়েদ সইদ শামলান আইজাবি। এছাড়া গ্রেফতার হয়েছে এক দালাল, নাম মহম্মদ শাফি এবং মহম্মদ হাবিব, একজন কাজী। গত ১০ অগাস্ট হায়দরাবাদ আসে সেলিম। শাফির মাধ্যমে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। সেলিম শাফিকে ৭০ হাজার দেয়। সেখান থেকে শাফি মহিলাকে ৪০ হাজার টাকা দেয়। তারপর মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে। তবে তার আসল পরিকল্পনা ছিল মহিলার সঙ্গে সহবাস করে দেশে চলে যাওয়া। সেলিমের আসল প্ল্যান জানা সত্ত্বেও কাজী দুজনের বিয়ে দেয়। ছোট ভাই ইব্রাহিমেরও একই ছক ছিল। আপাতত এই ঘটনার সঙ্গে যুক্ত মোট চার ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭০, ৪২০, ৪৯৩ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















