এক্সপ্লোর
Advertisement
বাজপেয়ির উল্লেখ করে মোদীকে পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তায় যেতে পরামর্শ ফারুকের
জম্মু: পাকিস্তানের সঙ্গে ভারতের শান্তি আলোচনা চেয়ে ফের সওয়াল ফারুক আবদুল্লার। ন্যাশনাল কনফারেন্স সভাপতি দুটি দেশের মধ্যে বন্ধুত্ব থাকলে সাত দশক আগে নিজেদের ভাগ্য স্থির করে ফেলা জম্মু ও কাশ্মীরের মানুষই উপকৃত হবেন বলে অভিমত জানিয়েছেন। তিনি বলেছেন, সত্যি কথা বলার জন্য দেশবিরোধী তকমা দেওয়া হলেও আমি নিরস্ত হব না। সত্যিটা হল, পাকিস্তানের সঙ্গে অর্থবহ শান্তি প্রক্রিয়া চাই।
রাজৌরিতে দলের যুব শাখার সম্মেলনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির প্রসঙ্গ টেনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর পথে এগিয়ে গিয়ে উপমহাদেশে আস্থা ও বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা করার আবেদন করেন ফারুক। বলেন, আপনি বাজপেয়িজির লক্ষ্যকে এগিয়ে নিয়ে চলুন।
দুটি দেশকেই আজ না হয় কাল, এটা বুঝতে হবে যে, শত্রুতার অবসান হতে পারে আর কোনও ভাবে নয়, শুধু আলোচনার মাধ্যমেই, বলেন ফারুক।
বাজপেয়ির উদ্যোগকে দম আটকানো পরিবেশে খোলা হাওয়ার পরশ বলে মন্তব্য করে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে তাংধরের জনসভায় তাঁর সেই বিখ্যাত উক্তিও ফারুক স্মরণ করেন যে, বন্ধু বদলানো গেলেও পড়শি বদল করা যায় না।
ফারুক জানান, তিনি ভারত, পাকিস্তানের মধ্যে আলোচনার দাবি করেই যাবেন কেননা উপমহাদেশে স্থায়ী শান্তি কায়েম করার ওটাই একমাত্র রাস্তা বলে তাঁর বিশ্বাস।
পাশাপাশি ফারুকের মত, ধর্মীয় সুড়সুড়ি দিয়ে নয়, ভোট হওয়া উচিত দেশগঠন, উন্নয়ন, গরিবের উত্থানের ইস্যুতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement