এক্সপ্লোর
Advertisement
প্রতারণা মামলায় শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রার আগাম জামিন
ঠানে: এক বস্ত্র ব্যবসায়ীর দায়ের করা প্রতারণার মামলায় অভিনেত্রী শিল্পা শেট্টি, তাঁর স্বামী রাজ কুন্দ্রা সহ পাঁচ জনের আগাম জামিন মঞ্জুর করল আদালত। এর আগে তাঁদের গ্রেফতারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। অতিরিক্ত দায়রা বিচারক সঙ্গীতা খালিপে বলেছেন, এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অভিযুক্তরা জামিন পাবেন।
ভিওয়ান্ডির বস্ত্র ব্যবসায়ী রবি ভালোটিয়া গত মাসে কোনগাঁও থানায় একটি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, তিনি ওই সংস্থাকে বিছানার চাদর সরবরাহ করেছিলেন। কিন্তু ওই সংস্থা ২৪ লক্ষ টাকা দেয়নি। শিল্পা ও রাজ ওই সংস্থার ডিরেক্টর। অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, ভালোটিয়ার সংস্থাকে ইতিমধ্যেই এক কোটি টাকা দেওয়া হয়েছে। মাত্র ২৪ লক্ষ টাকা বাকি আছে। প্রতারণা করার কোনও ইচ্ছাই নেই অভিযুক্ত সংস্থার। অভিযুক্তরা প্রয়োজনে ক্ষমা চেয়ে নিতেও রাজি। এই সওয়ালের পরেই অভিযুক্তদের জামিন মঞ্জুর করে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement