এক্সপ্লোর
জিএসটি নিয়ে আশঙ্কা অমূলক বলে প্রমাণিত হয়েছে, দাবি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (জিএসটি) নিয়ে বিভিন্ন মহল থেকে যে আশঙ্কা করা হয়েছিল, সেগুলির কোনওটাই বাস্তবে দেখা যায়নি। জিএসটি চালু হওয়ার দু মাস পরে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী একমাসের মধ্যে সব রাজ্যের মুখ্যসচিবকে জিএসটি নথিভুক্তির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়েছে। সক্রিয় শাসন এবং সময়ে কাজ (প্রগতি) সংক্রান্ত যে উদ্যোগ নিয়েছে সরকার, তারই ২১-তম বৈঠক ছিল বুধবার। সেই বৈঠকেই জিএসটি নিয়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে রেল, সড়ক, বিদ্যুৎ, তেলের পাইপ, স্বাস্থ্যক্ষেত্র সহ ৫৬ হাজার কোটি টাকার ৯টি প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, সে বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। এর আগে ২০টি বৈঠকে ১৮৩টি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী। পেটেন্ট ও ট্রেডমার্ক সংক্রান্ত বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি করারও উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আধিকারিকদের আরও ভালভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির বিষয়ে খোঁজ নিয়েছেন তার মধ্যে রয়েছে কল্যাণীর এইএমস প্রকল্পও। এছাড়া স্মার্ট সিটি, বন অধিকার আইন, আধিবাসীদের অধিকার দেওয়ার বিষয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়ার কথাও বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















