গোয়ায় করোনার আগে প্রাণ কেড়ে নিতে পারে ক্ষুধা, আশঙ্কা চিত্রনাট্যকার অপূর্ব আসরানির
করোনা ঠেকাতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়াদিল্লি: গোয়ায় করোনার চেয়ে বেশি প্রাণঘাতী হয়ে দাঁড়াতে পারে ক্ষুধা! আশঙ্কা বলিউডের চিত্রনাট্যকার অপূর্ব আসরানির।
করোনা ঠেকাতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্যকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। তবে, গোয়ার ছবিটা ভীষণ আশঙ্কাজনক বলে জানিয়েছেন অপূর্ব। কারণ, লকডাউন আওতার বাইরে থাকা পরিষেবাকেও ছাড় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অপূর্বর।
‘আলিগড়’, ’শহীদ’-এর মতো একাধিক সিনেমার চিত্রনাট্যকার অপূর্ব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গোয়ার ছবিটা ভীষণ হতাশাজনক। নরেন্দ্র মোদি আশ্বাস দেওয়ার পরেও তিনদিন ধরে একটাও দোকান, মুদিখানা খুলতে দেওয়া হচ্ছে না। পাঁউরুটি কিনতে বাড়ি থেকে বেরলেও পুলিশ মারছে। করোনা ভাইরাসের আগে ক্ষুধাই মৃত্যু ডেকে আনবে।’
তাঁর পরের ট্যুইট, ‘প্রধানমন্ত্রী ব্যক্তিগত সুরক্ষা ও ইন্টারনেটকে জরুরি পরিষেবা হিসাবে ছাড় দিলেও আমাদের নিরাপত্তাকর্মীদের কাজে আসতে দেওয়া হয়নি। একজন আইএসপি কর্মীকে মারধর করা হয়েছে। তাই অনেক জায়গায় ইন্টারনেট ঠিকমতো কাজ করছে না।’ গোয়ার মুখ্য়মন্ত্রী প্রমোদ সবন্তকে দ্রুত পদক্ষেপ করারও আর্জিও জানিয়েছেন তিনি।
অপূর্বর ট্যুইট মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।