এক্সপ্লোর
আরব সাগরে নৌবাহিনীর মহড়া ট্রোপেক্স-২০১৭

নয়াদিল্লি: আরব সাগরে ভারতীয় নৌসেনার বড় ধরনের মহড়া চলছে। এই মহড়ায় ৪০ হাজার নৌসেনা অংশ নিয়েছেন। ট্রোপেক্স-২০১৭ নামে এই বার্ষিক থিয়েটার লেভেল মহড়ায় নৌসেনার সঙ্গে সামিল হয়েছে সেনা, বায়ুসেনা ও উপকূলরক্ষী বাহিনীও। এই মহড়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে। এ ধরনের পরিস্থিতি তৈরি বাস্তবে তৈরি হলে ভারতের সেনা কীভাবে যৌথভাবে এর মোকাবিলা করবে তারই মহড়া চলছে। গত ২৪ জানুয়ারি আরব সাগরে মুম্বই থেকে গোয়া সহ পশ্চিম উপকূল এলাকায় চলছে এই মহড়া। এতে নৌসেনার প্রায় ৬০ টি যুদ্ধজাহাজ, পাঁচটি সাবমেরিন এবং প্রায় ৭০ টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে। জানা গেছে, নৌসেনার পূর্ব ও পশ্চিম উভয় কম্যান্ডই এই মহড়ায় সামিল হয়েছে। এয়ারক্র্যাফ্ট কেরিয়ার সহ আইএনএস বিক্রমাদিত্য, জলাশ্ব, শিবালিক ক্লাস শিপ, তলওয়ার ক্লাস ও পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ, আইএনএস চক্র এই মহড়ায় রয়েছে। মার্চ পর্যন্ত এই মহড়া চলবে।
#TROPEX2017 Brahmos Supersonic missile fired from INS Chennai during the exercise @SpokespersonMoD pic.twitter.com/MxMfT8JuhZ
— SpokespersonNavy (@indiannavy) February 8, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















