এক্সপ্লোর
লোহার রড দিয়ে পিটিয়ে ৩ কুকুর খুন! সেনাকর্তার বিরুদ্ধে সেনাপ্রধানকে নালিশ পশুপ্রেমীদের
![লোহার রড দিয়ে পিটিয়ে ৩ কুকুর খুন! সেনাকর্তার বিরুদ্ধে সেনাপ্রধানকে নালিশ পশুপ্রেমীদের Army Officer Kills Stray Dogs Activists Seek Action Against Him লোহার রড দিয়ে পিটিয়ে ৩ কুকুর খুন! সেনাকর্তার বিরুদ্ধে সেনাপ্রধানকে নালিশ পশুপ্রেমীদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/06112940/street-dogs.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দেহরাদুন: সেনা অফিসারের বিরুদ্ধে পিটিয়ে কুকুর হত্যার অভিযোগে নালিশ সেনাপ্রধানকে।
সেনার ইন্টেলিজেন্স কোরের মেজর মণীশ থাপা গত ১১ মে গরহি ক্যান্টনমেন্টে নিজের পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তাঁর নজরে পড়ে, রাস্তার কুকুরদের খাওয়াচ্ছেন এক লেফটেন্যান্ট কর্নেল। এ নিয়ে দুজনের কথাকাটাকাটি হয়। পশুপ্রেমীদের অভিযোগ, তারপর লোহার রড দিয়ে কুকুরগুলিকে পেটাতে শুরু করেন থাপা। তিনটি কুকুর মারা যায়। দুটি মারাত্মক জখম হয়। গরহি ক্যান্টনমেন্ট থানায় ওই সেনা অফিসারের বিরুদ্ধে পরদিনই এফআইআর দায়ের করেন তাঁরা।
মৃত তিনটি কুকুরের দেহ ওই অফিসার গায়েব করে দেন বলেও এফআইআরে দাবি করেছেন পশুপ্রেমীদের একটি সংগঠনের কর্তা পূজা বাহুখান্ডি। সেনা ও পুলিশ, উভয়েই এ ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে দাবি তাঁর।
সেদিনের ঘটনার এক প্রত্যক্ষদর্শী পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন, রাস্তার কুকুরগুলি তাঁর পোষ্যকে দেখে চিত্কার জুড়ে দেওয়ায় সম্ভবত ক্ষিপ্ত হয়ে পড়েন ওই মেজর।
বাহুখান্ডির অভিযোগ, তিনি মেজর থাপার সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি নিয়ে কথা বলেন। কিন্তু নিজের কৃতকর্মের জন্য তাঁর মধ্যে কোনও অনুতাপ দেখেননি। বরং তিনি আত্মরক্ষার স্বার্থে সেদিন ঠিক কাজই করেছিলেন বলে সাফাই দেন।
গরহি ক্যান্টনমেন্ট থানার ইনচার্জ শঙ্কর সিংহ বিস্ত জানান, মেজর থাপা ছুটিতে চলে গিয়েছেন বলে তাঁর বিবৃতি নেওয়া সম্ভব হয়নি। এদিকে পশুপ্রেমীরা ২ হাজার সই সম্বলিত পিটিশন ফেস্টবুকে পোস্ট করে ওই সেনাকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের কাছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)