এক্সপ্লোর
সে লা পাসে তুষারঝড়ে আটকে পড়া ১২৭ পর্যটককে উদ্ধার করল সেনা, মৃত ১

তাওয়াং: অরুণাচল প্রদেশের সে লা পাসে আটকে পড়া ১২৭জন পর্যটককে উদ্ধার করল সেনা। তাঁরা তুষারঝড়ে আটকে পড়েছিলেন। তবে দুর্ঘটনায় মারা গিয়েছেন ১ বিদেশি নাগরিক। অরুণাচলের পশ্চিম কামেং জেলার এই সে লা পাসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৭০০ ফুট, ভারত-চিন যুদ্ধের কারণে এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কাল দুপুর পৌনে তিনটে নাগাদ তেজপুর থেকে তাওয়াং যাওয়ার রাস্তায় আহিরগড়, সে লা ও নুরানাংয়ের মধ্যে প্রবল তুষারঝড় শুরু হয়। পর্যটকরা আটকে পড়েছেন খবরে উদ্ধারকাজে লাগে সেনার ব্লেজিং সোর্ড ডিভিশন। আধঘণ্টার মধ্যে উদ্ধারকাজ শুরু হলেও আবহাওয়ার কারণে তা চলে মাঝরাত পর্যন্ত। বিকেল ৫টার মধ্যে চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়ায় গোটা অপারেশনই হয় অন্ধকারে। ১২৭জনকে উদ্ধার করা হয়, এঁদের মধ্যে ৫জন জাপান, নিউজিল্যান্ড ও বুলগেরিয়ার বাসিন্দা। তবে দুর্ঘটনায় মারা যান বুলগেরিয়ার এক নাগরিক। নিজে নিজে নামার চেষ্টা করে খাড়াই থেকে ওই মহিলা পা পিছলে পড়ে যান বলে জানা গিয়েছে। মাঝরাতে উদ্ধার হয় তাঁর দেহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















