এক্সপ্লোর
Advertisement
জিপের সামনে কাশ্মীরী যুবককে বাঁধা মেজরকে পুরস্কৃত করল সেনা
নয়াদিল্লি: জিপের বনেটে এক 'পাথর ছোঁড়া বিক্ষোভকারী'কে বেঁধে গোটা এলাকা চক্কর দিইয়েছিলেন তিনি। তা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু বিতর্কিত সেই মেজর লিটুল গগৈকে অন্যতম শ্রেষ্ঠ সম্মানে পুরস্কৃত করে সেনা বুঝিয়ে দিল, তারা পুরোপুরি তাঁর পক্ষেই রয়েছে।
সেনা প্রধান বিপিন রাওয়াত নিজে মেজর গগৈয়ের হাতে তুলে দিয়েছেন এই পুরস্কার। সম্মানে তা সাহসিকতার জন্য মেডেলের থেকে মাত্র একধাপ পিছনে। মনে করা হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্র ও সেনা উভয়েই বুঝিয়ে দিল, কাশ্মীর উপত্যকার খারাপ থেকে খারাপতর হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে কঠোর পদক্ষেপের পথেই হাঁটবে তারা।
সাধারণ জওয়ান থেকে নিজের প্রতিভা ও ক্ষমতার জেরে মেজর পদে উন্নীত হওয়া লিটুল গগৈয়ের প্রত্যুৎপন্নমতিত্ব ও বুদ্ধিমত্তা সেনার ইতিহাসে স্থান পেয়েছে। ৯ এপ্রিল শ্রীনগর লোকসভা কেন্দ্রে উপনির্বাচন চলাকালীন কয়েকহাজার পাথরছোঁড়া বিক্ষোভকারী ভোটদান কেন্দ্র ঘিরে ফেলে। কেই কেউ আবার উঠে পড়েছিল ছাদেও। ভেতরে আটকে পড়া আধাসামরিক জওয়ান, পুলিশ কর্মী ও ভোটকর্মীদের কাছ থেকে বার্তা পেয়ে ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের এক কোম্পানি সেনা নিয়ে উপস্থিত হন মেজর গগৈ। পাথরবাজদের হাত থেকে এতগুলো মানুষকে বাঁচাতে তাঁর দ্রুত নেওয়া সিদ্ধান্ত সেনা অফিসারদের প্রশংসা কুড়িয়েছে। এক 'অভিযুক্ত'কে ধরে ফেলে তাকে জিপের বনেটে বেঁধে ফেলার নির্দেশ দেন তিনি। জিপটিকে সামনে রেখে নিরাপদে বেরিয়ে যান সকলে।
একটা গুলিও না ছুঁড়ে যেভাবে ওই মেজর গোটা পরিস্থিতি আয়ত্বে আনেন, তা সেনার প্রশংসা কুড়োলেও নিন্দায় মুখর হয় ক্ষমতাসীন পিডিপি, বিরোধী ন্যাশনাল কনফারেন্সের মত কাশ্মীরী রাজনৈতিক দলগুলি। মানবাধিকার সংগঠনগুলিও বলে, জেনেভা কনভেনশনের তোয়াক্কা না করে এক নাগরিকের মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন মেজর। যাকে জিপের সামনে বাঁধা হয়েছিল, সেও দাবি করে, পাথর ছুঁড়তে নয়, ভোট দিতে বুথে গিয়েছিল সে। কিন্তু এরপরেও গত সপ্তাহে কাশ্মীর উপত্যকা সফরে যাওয়া সেনা প্রধান নিজে জানিয়ে দেন, মেজর গগৈকে সিওএএস কমেন্ডেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগেও সেনা প্রধান জানিয়ে দেন, জঙ্গি বিরোধী সেনা অপারেশন রুখতে যারা সেনার ওপর পাথর ছোঁড়ে, তাদেরও জঙ্গি বলেই গণ্য করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement