‘জয়ের আনন্দে বাজি ফাটাবেন না’, বায়ুদূষণ রোধে নেতাকর্মীদের বার্তা কেজরীবালের
পার্টির সদর দফতরে চলছে সেলিব্রেশনের প্রস্তুতি।
নয়াদিল্লি: দেশের প্রথম সারির সংবাদমাধ্যমের অনুমান, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন অরবিন্দ কেজরীবাল। বুথ ফেরত সমীক্ষায় একাধিক সংবাদপত্র, চ্যানেল, ওয়েবাসাইট দিল্লির মসনদে এগিয়ে রেখেছে আম আদমি পার্টিকেই। সংখ্যাগরিষ্ঠতা পাবে আপ, এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে একাধিক সমীক্ষায়। মঙ্গলবার দিল্লি বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হবে। সোমবার আম আদমি পার্টির শীর্ষ নেতা দলের নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন, বায়ুদূষণের কথা মাথায় রেখে তাঁরা যেন বাজি ফাটানো থেকে বিরত থাকেন।
সংবাদসংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী, দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেজরীর বার্তা। আর শীর্ষনেতার নির্দেশকে অগ্রাধিকার দিয়ে আপের নেতাকর্মীরা জয়ের পর আনন্দোৎসবের জন্য অন্য পরিকল্পনা শুরু করে দিয়েছেন। বাজি না ফাটালেও মিষ্টিমুখ, মিষ্টি বিতরণের মাধ্যমেই ‘উৎসব’ করবেন আপ নেতাকর্মীরা। পার্টির সদর দফতরে চলছে তারই প্রস্তুতি।