এক্সপ্লোর
আসারামের বিরুদ্ধে ধর্ষণ মামলার শুনানি শুরুর আগে বাড়ল অভিযোগকারিণীর নিরাপত্তা

শাহজাহানপুর: ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০ বছর কারাদণ্ডের সাজা পেয়েছেন ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ। এবার অপর এক স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের শুনানি শুরু হতে চলেছে। সুপ্রিম কোর্টে এই শুনানি শুরু হওয়ার আগে অভিযোগকারিণীর নিরাপত্তা বাড়ানো হল। উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার পুলিশ সুপার কে বি সিংহ বলেছেন, ‘নির্যাতিতার বাসভবনে আরও দু জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এখন থেকে তাঁর নিরাপত্তার জন্য একজন মহিলা কনস্টেবল সহ ৬ জন পুলিশ আধিকারিক মোতায়েন থাকবেন। শুধু নির্যাতিতাই নন, তাঁর পরিবারের লোকজনেরও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমি নিজে এ বিষয়ে নজর রাখছি। দু জন নিরাপত্তারক্ষীকে বুলেটপ্রুফ জ্যাকেটও দেওয়া হয়েছে।’ আসারামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা কিশোরীর পরিবারের লোকজন অবশ্য নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট নয়। অভিযোগকারিণীর বাবার অভিযোগ, এই ঘটনার পর থেকেই তিনি ছেলের আগ্নেয়াস্ত্রর লাইসেন্সের আবেদন জানিয়ে আসছেন। কিন্তু এখনও সেই আবেদন মঞ্জুর করা হয়নি। তাঁদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা জরুরি। স্থানীয় সাংবাদিক নরেন্দ্র যাদব প্রথম থেকেই এই ঘটনা নিয়ে নিয়মিত প্রতিবেদন লিখছেন। তাঁরও নিরাপত্তা বাড়ানো উচিত বলে মনে করছেন নির্যাতিতার বাবা। জোধপুরের আশ্রমে আসারাম তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওই কিশোরীর। তিনি প্রথমে দিল্লির কমলা মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। পরে জোধপুরে এই মামলা স্থানান্তরিত করা হয়। এই মামলার শুনানিতে বিলম্ব নিয়ে সোমবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি অমিতাভ রায় ও এন ভি রামান্নার বেঞ্চ। অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষা কেন করা হয়নি, রাজ্য সরকারের কাছে সেটাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট






















