এক্সপ্লোর
Advertisement
জমি-দখল মামলায় দোষী সাব্যস্ত আশা কুমারীকে পঞ্জাবের দায়িত্ব দিল কংগ্রেস, বিতর্ক
নয়াদিল্লি: মহা ফাঁপড়ে কংগ্রেস! যাঁকেই পঞ্জাবের ভারতপ্রাপ্ত করা হচ্ছে, তাঁর বিরুদ্ধেই উঠছে বিতর্কের বুদবুদ।
সম্প্রতি, প্রবীণ দলীয় নেতা কমল নাথকে পঞ্জাবের ভারপ্রাপ্ত নেতার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, তাঁর বিরুদ্ধে ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার অভিযোগ ওঠায় নিয়োগের তিনদিনের মধ্যেই ইস্তফা দেন কমল নাথ।
এরপর রবিবার দলের সচিব আশা কুমারীকে কমল নাথের জায়গায় পঞ্জাবের দায়িত্ব দেয় হাইকম্যান্ড। কিন্তু এবারও বিপত্তি বেধেছে, কারণ ইতিমধ্যেই একটি জমি আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন আশা।
জানা গিয়েছে, ওই মামলায় গত ফেব্রুয়ারি মাসে চাম্বার একটি আদালত তাঁকে এক বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে। বর্তমানে জামিনে রয়েছেন ডালহৌসির এই বিধায়ক।
বিজেপি নেতা বিনিত জোশী আশার নিয়োগকে দুর্ভাগ্যজনক অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, প্রথমে কমল নাথ, এখন আশা কুমারী। আমার মনে হয় কংগ্রেসের ভাল কোনও নেতাই নেই।
আগামী বছর বিধানসভা ভোট হবে পঞ্জাবে। তার আগে দলের ভারপ্রাপ্ত নেতা বাছতে গিয়ে এখন হিমসিম অবস্থা কংগ্রেসের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement