এক্সপ্লোর
অসমে ‘গরু চোর’ সন্দেহে দুই যুবককে পিটিয়ে মারার ঘটনায় আটক ২
গুয়াহাটি: অসমে গরু চোর সন্দেহে দুই যুবককে নৃশংসভাবে উন্মত্ত জনতার পিটিয়ে মারার ঘটনায় দুজনকে আটক করল পুলিশ। দেশজুড়ে গোরক্ষকদের বিরুদ্ধে ওঠা তাণ্ডবের অভিযোগের মধ্যে অসমের নওগাঁর ঘটনাটি ঘিরে নিন্দার ঝড় উঠেছে। যদিও অসম পুলিশের দাবি, এটি গো-রক্ষকদের নজরদারি সংক্রান্ত ঘটনা নয় ।
পুলিশ সুপার দেবরাজ উপাধ্যায় বলেছেন, ‘একেবারেই নয়। এই ঘটনায় সাম্প্রদায়িক কোনও যোগসূত্র নেই। একদল ক্ষুব্ধ জনতা গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে মেরেছে।
উপাধ্যায় আরও বলেছেন, কাসামারি গ্রামের এক বাসিন্দা দেখেন, তাঁর গরুগুলিকে ওই দুইজন নিয়ে যাচ্ছে। তখন তিনি তাদের ধরতে চিত্কার চেঁচামেচি শুরু করেন। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে ওই দুই সন্দেহভাজনকে তাড়া করে ধরে ফেলে। এরপর শুরু হয় মারধর। গুরুতর জখম হয় দুজন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত্যু হয়।
নিহত দুজনের পরিচয় জানা গিয়েছে। তাঁদের নাম হানিফা ও রিয়াজুদ্দিন। তাঁদের বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন উপাধ্যায়।
উল্লেখ্য, গতকাল নওগাঁ থানার কাসামারি গ্রামের উন্মত্ত জনতা জালোরি থানা এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার তাড়া করে দুই সন্দেহভাজনকে বেধড়ক মারধর করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement