এক্সপ্লোর
মেয়েদের পিছু নেওয়া জামিন-অযোগ্য অপরাধ হোক, নাবালিকা ধর্ষণে সাজা মৃত্যুদণ্ড, আইন সংশোধনে দিল্লি বিধানসভায় প্রস্তাব গৃহীত

নয়াদিল্লি: মেয়েদের পিছু নেওয়াকে জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য করা ও নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চলতি আইনে সংশোধনের উদ্যোগ দিল্লি বিধানসভায়। সেখানে এজন্য একটি প্রস্তাব পাশ হল আজ। আইন সংশোধনের প্রস্তাবটি পেশ করেন আমআদমি পার্টি (আপ) বিধায়ক সৌরভ ভরদ্বাজ। তাতে দাবি করা হয়েছে, কেন্দ্রকে আইন সংশোধন করতে বলা হোক, এজন্য বিল পেশ করুক দিল্লি সরকার। মেয়েদের পিছন থেকে অনুসরণ করাকে জামিন অযোগ্য অপরাধের তকমা দিয়ে বিল আনার দাবি করেন আরেক আপ বিধায়ক অলকা লাম্বা। সরকার সংশোধনীগুলি চেয়ে নতুন বিল পেশ করবে বলে জানান দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন। দিল্লি বিধানসভায় তা পাশ হলেই কেন্দ্রের কাছে পাঠানো হবে, কেন্দ্র এতে কোনও আপত্তি করবে না বলেই তিনি আশা করেন, বলেন জৈন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















