এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বিভিআরএএএম অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা সফল, অভিনন্দন প্রতিরক্ষামন্ত্রীর
বালাসোর: দেশীয় প্রযুক্তিতে তৈরি দৃষ্টিশক্তির গোচরের বাইরের আকাশ থেকে আকাশ (বিভিআরএএএম) অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হল। বঙ্গোপসাগরের উপরে চারদিন ধরে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। সেই পরীক্ষা সফল হওয়ায় এবার এই ক্ষেপণাস্ত্র ভারতীয় বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশার চাঁদিপুর উপকূলে বঙ্গোপসাগরের উপরে সফলভাবে অ্যাস্ট্রা বিভিআরএএএম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। চালকবিহীন বিমানের বিরুদ্ধে সাতবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে।
Successful Development Trials of Astra Missile by DRDO https://t.co/ZHPZ5uisLk pic.twitter.com/5rLCWsmQil
— DRDO (@DRDO_India) September 15, 2017
ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে ডিআরডিও এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। বেশ কয়েকটি সরকার অধিগৃহীত প্রতিরক্ষা সংস্থা (ডিপিএসইউ) এবং ৫০টি সরকারি-বেসরকারি সংস্থা এই ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেছে। পরীক্ষা সফল হওয়ায় ডিআরডিও, বিমানবাহিনী, ডিপিএসইউ এবং অন্যান্য সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।
Smt @nsitharaman congratulates @DRDO_India, @IAF_MCC, Defence PSUs & the industry on successful flight tests of ASTRA missile... (1/2) pic.twitter.com/pQOE3at3ZH
— Raksha Mantri (@DefenceMinIndia) September 15, 2017
ডিআরডিও-র মিসাইল অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেল জি সতীশ রেড্ডি বলেছেন, অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্রের দূরপাল্লা ও মধ্যম পাল্লার পরীক্ষা করা হয়েছে। দুটি ক্ষেপণাস্ত্রের সঙ্গে বিস্ফোরক যুক্ত ছিল। সব পরীক্ষাই সফল হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির মাধ্যমে আরও বিভিন্ন প্রকারের আকাশ থেকে আকাশ ও ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement