এক্সপ্লোর
Advertisement
আজ থেকে চালু কৃষি কল্যাণ সেস, ট্রেন, বিমানের টিকিট, রেস্তোরাঁ-মোবাইলের খরচ বাড়ল
নয়াদিল্লি: আজ থেকেই খরচ বাড়ছে ট্রেন বা বিমান যাত্রা, রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, মোবাইল, বিউটি পার্লারের মতো করযোগ্য পরিষেবার খরচ। কেননা, সমস্ত করযোগ্য পরিষেবায় আজ থেকে বসছে কেন্দ্রীয় সরকারের কৃষি কল্যাণ সেস (কেকেসি)। কৃষির উন্নতির লক্ষ্যে ০.৫ শতাংশ হারে এই সেস বসানোর প্রস্তাব বাজেটেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তা চালু হলে সাধারণ মানুষের উপর চাপবে বাড়তি করের বোঝা।
ফলে টেলিফোনের বিল থেকে শুরু করে ট্রেন-বিমানের টিকিটের দাম, সব কিছুই বাড়ছে। বিমার প্রিমিয়ামের খরচও বাড়ছে ০.৫ শতাংশ হারে। কেকেসি আরোপের ফলে পরিষেবা করের পরিমাণ বেড়ে হচ্ছে ১৫ শতাংশ। গত বছরই ০.৫ শতাংশ হারে পরিষেবার উপর স্বচ্ছ ভারত সেস বসিয়েছে কেন্দ্র। এ বার ওই একই হারে বসল কৃষি কল্যাণ সেস। এমনিতে স্বচ্ছ ভারত সেস বসানোর পরে পরিষেবা করের হার এখন ১৪.৫ শতাংশ। আজ থেকে তার সঙ্গে ০.৫ শতাংশ যোগ করে প্রত্যেক ক্রেতাকে ১৫ শতাংশ পরিষেবা কর দিতে হবে।
রেলের বাতানুকূল শ্রেণির টিকিট, পণ্য মাসুল এবং পার্সেলের উপরও চাপছে এই সেস। রেল মন্ত্রক সূত্রের খবর, ১ জুন ও তার পরে বিক্রি করা টিকিটে এই সেস নেওয়া হবে। তার আগে কাটা টিকিটে এই সেস প্রযোজ্য হবে না। সাধারণ ও স্লিপার ক্লাসের টিকিটের ক্ষেত্রে এই সেসের প্রভাব পড়ছে না। এছাড়া, রেলের কাউন্টার থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে টিকিট কাটলে দিতে হবে না সার্ভিস চার্জ। এই নিয়মও আজ থেকেই লাগু হচ্ছে।
কেকেসি ছাড়াও দাম বেড়েছে ডিজেল-পেট্রোল-বিমানের জ্বালানি, ভর্তুকিহীন রান্নার গ্যাসের। সব মিলিয়ে সাধারণ মানুষের ঘাড়ে আরও এক দফা বোঝা চাপল আজ থেকেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement