এক্সপ্লোর
Advertisement
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাক ফাইনাল সম্ভবত ‘গড়াপেটা’ ছিল, তদন্ত চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী
নাগপুর: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচে গড়াপেটার গন্ধ পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। এ ব্যাপারে তদন্ত চেয়েছেন তিনি। এতেই শেষ নয়, সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রকের এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ক্রিকেট সহ সব খেলায় দলিত ও আদিবাসীদের জন্য ২৫ শতাংশ সংরক্ষণ চেয়েছেন।
আথাওয়ালে এনডিএর শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। তাঁর প্রশ্ন, যে ক্রিকেটাররা গোটা টুর্নামেন্টে এমন ভাল খেললেন, তাঁরাই ফাইনালে যাচ্ছেতাই পারফর্ম করলেন কেন। নির্ঘাত গড়াপেটা হয়েছিল, এ নিয়ে তদন্ত হোক। যাঁরা ভাল খেলেননি, তাঁদের বসিয়ে দেওয়া হোক, বদলে জায়গা দেওয়া হোক দলিতদের ভেতর থেকে যোগ্য ক্রিকেটারদের।
গোরক্ষার নামে যেভাবে এখানে ওখানে গণধোলাই চলছে, তার প্রতিবাদ করেছেন মন্ত্রী। তাঁর কথায়, এ ধরনের গোরক্ষকরা আসনে মানব ভক্ষক। আইন কারও নিজের হাতে নেওয়া উচিত নয়। যদি গোহত্যার খবর আসে, তবে আগে দেখা উচিত, কোনও গরু সত্যিই মরেছে কিনা। তাঁর দাবি, যারা গোরক্ষার নামে মানুষ মারে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
জিএসটি এনডিএ সরকারের বৈপ্লবিক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, এর ফলে উন্নয়ন হবে, দ্রুত আর্থিক বৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement