এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
এটিএম লেনদেনে চার্জ মকুব ৩০ ডিসেম্বর পর্যন্ত
মুম্বই: ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর পর্যাপ্ত নগদ পাওয়া যাচ্ছে না। ফলে সংকটে পড়েছেন গ্রাহকরা। এই অবস্থায় গ্রাহকদের কাছে স্বস্তির খবর। সেভিংস অ্যাকাউন্ট থেকে এটিএমে সমস্ত লেনদেনের ক্ষেত্রে ৩০ ডিসেম্বর পর্যন্ত চার্জ মকুব করতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)।
উল্লেখ্য, গত বছরের আগস্টে দেশের ছয় মেট্রো শহরে সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাঙ্কের এটিএম থেকে মাসে সর্বোচ্চ পাঁচবার ও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে মাসে তিনবার লেনদেন সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এর বেশি এটিএমে লেনদেন করলে ২০ টাকা করে চার্জ বসাতে পারে ব্যাঙ্কগুলি।
কিন্তু সাময়িকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত ওই চার্জ মকুব হচ্ছে। এদিন সন্ধেয় এক বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, এই সময়ের মধ্যে ফিনান্সিয়াল ও নন-ফিনান্সিয়াল, উভয় ধরনের লেনদেনের ক্ষেত্রেই এই চার্জ প্রযোজ্য হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement