এটিএম থেকে টাকা তোলার দৈনিক সীমা বেড়ে ১০ হাজার টাকা, ‘ধাপ্পা’, বললেন মমতা

নয়াদিল্লি: এটিএম থেকে দৈনিক টাকা তোলার ঊর্ধসীমা বাড়ল। এবার থেকে দিনে ১০ হাজার টাকা এটিএম থেকে তোলা যাবে। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে এ কথা জানানো হয়েছে। তবে এটিএম থেকে দৈনিক টাকা তোলার সীমা বাড়লেও সাপ্তাহিক টাকা তোলার সীমা অপরিবর্তিত রয়েছে, অর্থাত্ ২৪ হাজার টাকাই তোলা যাবে।
পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট থেকে সপ্তাহে টাকা তোলার সর্বোচ্চ সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে করল ১ লক্ষ টাকা।
উল্লেখ্য, নোট বাতিলের পর এটিএম থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমা প্রথমে ২০০০, পরে ২৫০০ টাকা করা হয়। এরপর তা বাড়িয়ে করা হয় ৪,৫০০ টাকা।
এই ঘোষণাকে অবশ্য ‘ধাপ্পা’ বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ব্যাঙ্কে টাকা নেই। এই ঘোষণা চোখে ধুলো দেওয়া মাত্র। তৃণমূল নেত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে সমস্ত নিয়ন্ত্রণ অবিলম্বে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে শুরু থেকেই পথে নেমেছেন মমতা। তিনি দিল্লি ছাড়াও লখনউ ও পটনাতেও প্রতিবাদ সভা করেছেন।Government eye wash announcement . Money not available in banks. All restrictions should be withdrawn immediately #DeMonetisation
— Mamata Banerjee (@MamataOfficial) January 16, 2017






















