এক্সপ্লোর
Advertisement
তপশিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচারের মামলায় শীর্ষে রাজস্থান, দ্বিতীয় উত্তরপ্রদেশ
নয়াদিল্লি: ২০১৩-১৫ পর্যন্ত সময়ে তপশিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচারের ঘটনায় শীর্ষে বিজেপি শাসিত রাজস্থান। এর পরের দুটি স্থানে রয়েছে উত্তরপ্রদেশ ও বিহার। সরকার কর্তৃক প্রকাশিত নতুন এক রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে।
উপরিলিখিত সময় পর্বে রাজস্থানে সংশোধিত অত্যাচার প্রতিরোধ (পিওএ) আইনে ২৩,৮৬১ মামলা এবং উত্তরপ্রদেশ ও বিহারে যথাক্রমে ২৩,৫৫৬ ও ২১,০৬১ টি মামলা দায়ের করা হয়েছে। ১৯৮৯-এর তপশিলী জাতি ও উপজাতি অত্যাচার প্রতিরোধ (পিওএ) আইনের রূপায়ণ সংক্রান্ত পর্যালোচনা সংক্রান্ত একটি কমিটির বৈঠকের অ্যাজেন্ডা পেপারে উল্লিখিত তথ্য থেকে এ কথা জানা গিয়েছে।
২০১৩-১৫ পর্যন্ত সময়ে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কর্নাটক, তামিলনাড়ু ও গুজরাটে যথাক্রমে ১৪,০১৬, ৯,০৫৪. ৮,০৮৪,৭,৫৬৫, ৬,৫৪৬,৫,১৩১ এবং ৩,৯৬৯ টি মামলা দায়ের হয়েছে।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৩-১৫ পর্যন্ত সময়ে দায়ের হওয়া মোট মামলা (১৩,৮০৭৭)-র মধ্যে মাত্র ৪৩.৩০ শতাংশের আদালতে নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে ২৫.৭ শতাংশ (৫৯,৭৭৯) মামলার ক্ষেত্রে দোষীদের সাজা দেওয়া গিয়েছে।
অন্ধ্রপ্রদেশ (৬.৩ শতাংশ), গুজরাত (৩.১ শতাংশ), কর্নাটক (৩.৫ শতাংশ), মহারাষ্ট্র (৭.৬ শতাংশ), ওড়িশা (৪.৩ শতাংশ), তামিলনাড়ু (৭.৫ শতাংশ), তেলঙ্গানা (৭.৫ শতাংশ) এবং পশ্চিমবঙ্গ (৩ শতাংশ)-র মতো রাজ্যগুলিতে সাজা দানের হার এক অঙ্কের।
এ ধরনের মামলা নিষ্পত্তি ও সাজা প্রদানের বিষয়টির উন্নতির জন্য কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রী তারাচাঁদ গেহলৌতের নেতৃত্বাধীন কমিটি রাজ্যগুলির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে।
বৈঠকে গেহলৌত উল্লেখ করেছেন যে, মাত্র ১৪ টি রাজ্য পিওএ আইনে দায়ের হওয়া মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement