এক্সপ্লোর
Advertisement
গুজরাতে গোঁফ রাখার জন্য দলিত কিশোরের ওপর আক্রমণের অভিযোগ ভুয়ো, বলছে তদন্ত
আমদাবাদ: স্রেফ গোঁফ রাখার কারণে তাকে উচ্চবর্ণের লোকেরা ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে বলে গুজরাতের দলিত কিশোরটি যে অভিযোগ করেছিল তা মিথ্যে। তদন্তের পর এ কথা জানিয়েছে রাজ্য পুলিশ।
দিগন্ত মাহেরিয়া নামে ১৭ বছরের ওই কিশোর অভিযোগ করে, ৩ তারিখ লিম্বোদারা গ্রামে তার ওপর হামলা চালায় উচ্চবর্ণরা। দিগন্তের অপরাধ, গোঁফ রেখেছিল সে। ব্লেড চালিয়ে রক্তারক্তি করে দেয় তার পিঠ। কিন্তু তদন্তে নেমে ফরেনসিক টিম জানায়, ঘটনাস্থলে কোনও ব্লেড খুঁজে পায়নি তারা, হামলাকারী ও তাদের গাড়িরও কোনও খোঁজ নেই। স্থানীয় পানের দোকানের মালিকও পুলিশকে জানান, এমন কিছু ঘটেনি।
অভিযোগকারীকে ফের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরার মুখে ভেঙে পড়ে দিগন্ত স্বীকার করে, দুই স্কুল পড়ুয়া বন্ধু সাহায্যে সেই নিজের গায়ে ব্লেড চালিয়েছে। সেই দুই বন্ধু স্বীকার করে নেয়, সংশ্লিষ্ট কিশোর জোর করায় তার পিঠে ব্লেড চালিয়েছিল তারা। তাদের বাবা মায়েরাও মেনে নেন এ কথা।
তবে ছেলেটির দাবি, তার ওপর না হলেও গোঁফ রাখার জন্য তার ২ আত্মীয়ের ওপর অত্যাচার চলেছে, সে তা নিয়ে মিথ্যে বলছে না। ওই দুই অভিযোগও তদন্ত করছে পুলিশ।
গোঁফ রাখা নিয়ে উচ্চবর্ণের এই হামলার অভিযোগে দেশজুড়ে ক্রোধ তৈরি হয়, শুরু হয় অনলাইন ক্যাম্পেন। বহু দলিত যুবক গোঁফ রেখে তার ফটো অনলাইনে পোস্ট করেন, নীচে লেখে মিস্টার দলিত। ক্যাম্পেন চালু হয়, #রাইটটুমুশটাশ, শুরু হয় নয়া গ্রুপ, মোচ তো রাখেঙ্গে। হোয়াটসঅ্যাপ, টুইটার ও ফেসবুকে চলে তুমুল প্রচার।
পুলিশ জানিয়েছে, সকলের নজর কাড়ার জন্য দিগন্ত এই কাজ করেছিল। তবে ঘটনায় যুক্ত ৩ জনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি নিয়ে হইচই করা দলিত অধিকার মঞ্চের দাবি, ভুয়ো অভিযোগের ব্যাপারে তারা কিছু জানে না।
আরও পড়ুন
গোঁফ রেখেছিস যে? গুজরাতে দলিতকে মারধরের অভিযোগ
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement