এক্সপ্লোর
Advertisement
বিমানবন্দরের প্রবেশের জন্যে শীঘ্রই বায়োমেট্রিক স্ক্রিনিং চালু করতে চলেছে অসামরিক বিমান পরিবহণ দফতর
নয়াদিল্লি: এবার থেকে বিমানবন্দরে প্রবেশ করতে গেলে বায়োমেট্রিক স্ক্রিনিং বা বুড়ো আঙুলের ছাপ পরীক্ষা করে দেখার নিয়ম চালু করতে চলেছে অসামরিক বিমান পরিবহণ দফতর। সূত্রের খবর, এবিষয় প্রাথমিক স্তরের কাজও শুরু করে দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। একবার এই নিয়ম চালু হলে, আগামী দিন থেকে অন্তত দেশের মধ্যে বিমান ধরার জন্যে যাত্রীকে বিমানবন্দরে প্রবেশের আগে বুড়ো আঙুলের ছাপ দিয়ে ঢুকতে হবে।
এই মর্মে অসামরিক বিমান পরিবহণ দফতর কাজও শুরু করেছে। প্রথম পর্যায়ে পরীক্ষামূলক ভাবে বায়োমেট্রিক স্ক্রিনিংয়ের সূচনা হায়দরাবাদ বিমানবন্দরে করাও হয়েছে। সূত্রের খবর, সেই পাইলট প্রজেক্ট যথেষ্ট সফলও।
এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রায় একশো কোটি আধার কার্ড ইস্যু করেছে। এই আধার কার্ড তৈরির সময় বায়োমেট্রিক স্ক্রিনিং, আঙুলের ছাপ এবং আইরিশ স্ক্যান করা হয়, এবং এই সমস্ত কিছুই সরকারের ডিজিটাল রেজিস্ট্রিতে রেকর্ড রাখা হয়েছে। বর্তমানে বিমানবন্দরে প্রবেশের জন্যে যাত্রীদের বিমানের টিকিট এবং বৈধ পরিচয়পত্র দেখাতে হত।
তবে বায়োমেট্রিক স্ক্রিনিং চালু হলে প্রত্যেক বিমানযাত্রীর কাছে টিকিট বুকিংয়ের সময় আধার কার্ড নম্বর জানতে চাইবে বিমান পরিবহণ দফতর । এরপর বিমানবন্দরে প্রবেশের সময় যাত্রীকে বুড়ো আঙুলের ছাপের মাধ্যমে তাঁদের বায়োমেট্রিক পরিচয় যাচাই করে যেতে হবে। তবে আন্তর্জাতিক বিমান ধরার জন্যে বিমানযাত্রীকে পাসপোর্ট দেখাতে হবে আগের মতোই।
এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান গুরুপ্রসাদ মহাপাত্র জানিয়েছেন, এরমধ্যেই এবিষয় হায়দরাবাদ বিমানবন্দরে এক পাইলট প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার সেই কর্মকাণ্ডটি খতিয়ে দেখতে বলা হয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং কলকাতার বিমানকর্মীদের। সবকিছু ঠিক থাকলে, আগামী কয়েকদিনের মধ্যে আপনার শহরেও দেশের মধ্যে বিমান ধরতে গেলে আপনাকে আঙুলের ছাপ দিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement