এক্সপ্লোর
Advertisement
চালু হবে ১৫ অগাস্ট বা ২ অক্টোবর, স্বাস্থ্যবিমা প্রকল্প হচ্ছে ‘ক্যাশলেস’, ঘোষণা জেটলির
নয়াদিল্লি: গতকাল বাজেট বক্তব্যে দেশের ১০ কোটি গরিব পরিবারকে স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আজ তিনি জানালেন, এই প্রকল্প হবে ‘ক্যাশলেস’। এক্ষেত্রে টাকার কোনও সমস্যা হবে না। ১৫ অগাস্ট বা ২ অক্টোবর থেকে এই প্রকল্প চালু হতে পারে বলে জানা গিয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় এই স্বাস্থ্যবিমা প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’। এটিকে ‘মোদিকেয়ার’-ও বলা হচ্ছে। এই প্রকল্পে প্রাথমিকভাবে ২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী অর্থবর্ষে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন জেটলি। আজ একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘কেউ হাসপাতালে ভর্তি হলে তারপর দু’বার এই প্রকল্পের সুবিধা পাবেন। বিভিন্ন রাজ্যের সরকারি হাসপাতাল এবং নির্বাচিত কিছু বেসরকারি হাসপাতালকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এই প্রকল্পটি ট্রাস্ট বা বিমা মডেলে হতে পারে। রিইমবার্সমেন্টের ক্ষেত্রে অনেক অভিযোগ পাওয়া যায়। তাই সেই মডেল অনুসরণ করা হবে না। নীতি আয়োগ ও স্বাস্থ্যমন্ত্রক আলোচনা করে মডেল ঠিক করবে।’
স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এই স্বাস্থ্যবিমা প্রকল্পকে সাহসী ও বৈপ্লবিক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এর ফলে সাধারণ মানুষের কর্মদক্ষতা বাড়ল। সামাজিক-অর্থনৈতিক প্রকল্পে বদল আসবে।’
নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেছেন, ‘এই প্রকল্পের ফলে প্রতি বছর সরকারের ৫,৫০০ থেকে ৬,০০০ কোটি টাকা খরচ হবে। কেন্দ্রীয় সরকার ৬০ শতাংশ খরচ বহন করবে। রাজ্য সরকারগুলি বাকি খরচ বহন করবে। প্রতিটি পরিবারকে বিমার প্রিমিয়াম হিসেবে ১,১০০ টাকা করে দিতে হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement