এক্সপ্লোর
Advertisement
সেকেন্দরাবাদ থেকে আগামী বছরের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান আজহারউদ্দিন
নয়াদিল্লি: ২০০৯ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে জিতেছিলেন। কিন্তু ২০১৪ সালে রাজস্থানের টঙ্ক-সোয়াই মাধোপুর থেকে প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন। আগামী বছরের লোকসভা নির্বাচনে নিজের রাজ্য তেলঙ্গানার সেকেন্দরাবাদ থেকে প্রার্থী হতে চাইছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। তেলঙ্গানার কংগ্রেস নেতারা গত বছরেই আজহারকে নিজের রাজ্যে বিধানসভা বা লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার অনুরোধ জানান। এবার এই প্রাক্তন ক্রিকেটার নিজেই সেকেন্দরাবাদ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন। তবে একইসঙ্গে তিনি এটাও জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকম্যান্ড।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে আজহার বলেছেন, ‘আমি সেকেন্দরাবাদ লোকসভা কেন্দ্রের অনেক গ্রামে ঘুরে কৃষক ও অন্যান্য পেশার লোকজনের সঙ্গে কথা বলেছি। তাঁরা প্রত্যেকেই চাইছেন আমি এখান থেকে প্রার্থী হই। আমি দলকে এই ইচ্ছার কথা জানিয়েছি। তবে দিনের শেষে দলই সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন। এখানে আমি অধিনায়ক না। যদি আমি অধিনায়ক হতাম, তাহলে নিজেই প্রার্থী হওয়ার জন্য এই কেন্দ্র বেছে নিতাম।’
সেকেন্দরাবাদ থেকে প্রার্থী হলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী আজহার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি সেকেন্দরাবাদের মানুষের জন্য কাজ করতে চাই। আমি এই কেন্দ্রে অনেক পরিশ্রম করেছি। তবে আমি প্রচারে বিশ্বাস করি না। আমি জানতে পেরেছি, দলও চাইছে এখান থেকে প্রার্থী হই।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement