এক্সপ্লোর
অঙ্গনওয়াড়ির মাধ্যমে হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ডাক দিলেন অমিতাভ বচ্চন

মুম্বই: হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির গুরুত্ব বাড়ানোর পরামর্শ দিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। তাঁর মতে, সরকার পরিচালিত ওইসব নারী ও শিশু সহায়তা কেন্দ্রগুলি থেকে ঠিকমতো প্রচার চালালে এই রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। হু ও স্বাস্থ্য মন্ত্রক আয়োজিত বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখছিলেন অমিতাভ। তিনি বলেন, অঙ্গনওয়াড়ির মহিলা কর্মীদের হেপাটাইটিস সম্পর্কে ওয়াকিবহাল করলে তাঁরা যখন কোনও মহিলাকে প্রসবে সাহায্য করবেন, তখন সুবিধেমত তাঁকে ওই রোগ প্রতিরোধকারী টিকা নেওয়ার গুরুত্ব সম্পর্কে জানাতে পারবেন। এর ফলে তাঁর সন্তানদের বাঁচানো যাবে হেপাটাইটিসে আক্রান্ত হওয়া থেকে। ৭৩ বছরের মেগাস্টারের যকৃতের ৭৫ শতাংশ হেপাটাইটিস বি-তে ক্ষতিগ্রস্ত। এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনিই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















