এক্সপ্লোর
Advertisement
ঋণ দিতে কৃষকের স্ত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব, অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার
মুম্বই: ফসলের জন্য ঋণ নিতে ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিলেন মগারাষ্ট্রের বুলধনা জেলার এক কৃষক। ওই কৃষকের স্ত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক ব্র্যাঞ্চ মানেজারের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই মহিলা ও তাঁর স্বামী মালাকপুর তেহশিলের দাতালাতে ব্যাঙ্কে গিয়েছিলেন। সেখানে তাঁরা ফসলের জন্য ঋণের আবেদন করেন।
ঋণের প্রক্রিয়ার কাজের জন্য ব্যাঙ্ক ম্যানেজার রাজেশ হিভাসে ওই মহিলার যোগাযোগ নম্বর চান। এরপর ওই ব্যাঙ্ক ম্যানেজার মহিলাকে ফোন করে অশ্লীল কথাবার্তা ও যৌন সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগ। পরে তাঁর প্রস্তাব মেনে নেওয়ার জন্য ওই মহিলার বাড়িতে একজন পিওনকে পাঠিয়ে দেন অভিযুক্ত।
পিওন ওই মহিলাকে বলেন যে, প্রস্তাব মেনে নিলে প্রয়োজনীয় কৃষি ঋণ তো বটেই, একটি বিশেষ প্যাকেজের সুবিধাও পাইয়ে দেওয়া হবে।
ওই মহিলা ফোনের কথোপকথন রেকর্ড করেন এবং ওই দিনই স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ওই ব্যাঙ্ক ম্যানেজার ও পিওনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দুই অভিযুক্তই ফেরার। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement