এক্সপ্লোর
বেতন কাঠামো পুনর্বিন্যাস, সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
ধর্মঘটে সামিল হতে চলেছে ব্যাঙ্ক কর্মীদের সবকটি সংগঠন। ধর্মঘটে তাই ব্যাঙ্কিং সেক্টরে ব্যাপক প্রভাব পড়তে পারে। এমনকী, এটিএম থেকে টাকা তুলতে গিয়েও সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।

কলকাতা: বেতন কাঠামো পুনর্বিন্যাস এবং সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ধর্মঘট। ২দিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ধর্মঘটের এই ডাক দিয়েছে অফিসারদের সংগঠন। সেই সঙ্গে জানানো হয়েছে, দাবি মানা না হলে আরও বড়সড় আন্দোলনের পথে নামা হবে। সেক্ষেত্রে ১ এপ্রিল থেকে ফের ধর্মঘট করা হবে। পাশাপাশি ১১, ১২ ও ১৩ মার্চ ব্যাঙ্ক কর্মীদের বিক্ষোভ-অবস্থান হবে। দাবি না মানা হলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটে সামিল হতে চলেছে ব্যাঙ্ক কর্মীদের সবকটি সংগঠন। ধর্মঘটে তাই ব্যাঙ্কিং সেক্টরে ব্যাপক প্রভাব পড়তে পারে। এমনকী, এটিএম থেকে টাকা তুলতে গিয়েও সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। বেতন কাঠামো পুনর্বিন্যাস ও সপ্তাহে ৫ দিন কাজের দাবি ছাড়াও ঋণখেলাপিদের কাছ থেকে টাকা দ্রুত আদায়ও ধর্মঘটীদের অন্যতম প্রধান দাবি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















