এক্সপ্লোর
Advertisement
আগামী সপ্তাহ থেকে সম্ভবত তোলা যাবে বিয়ের খরচের আড়াই লক্ষ টাকা
নয়াদিল্লি: ঘোষণাই সার। কেন্দ্র আশ্বাস দিলেও, বিয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা তোলা যাচ্ছে না বলে অভিযোগ অনেকেরই। আগামী সপ্তাহের আগে দিতে পারবে না ব্যাঙ্ক। পৌঁছয়নি আরবিআইয়ের গাইড লাইন। সংবাদসংস্থা সূত্রে খবর।
একদিকে যখন বেঙ্গালুরুতে বিজেপির প্রাক্তন মন্ত্রীর মেয়ে বিয়েতে ৫০০ কোটি টাকা খরচের অভিযোগ, অন্যদিকে তখন ছেলে-মেয়ের বিয়ের জন্য, নিজেদের অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকাও তুলতে পারছে না অনেকেই।
যদিও কেন্দ্র আশ্বাস দিয়েছিল, বিয়ের খরচ মেটানোর জন্য অ্যাকাউন্ট থেকে তোলা যাবে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা। কিন্তু আড়াই লক্ষ টাকা তো দূর, ব্যাঙ্কের শাখায় গিয়ে মেলেনি এক লক্ষও।
এই অবস্থায় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী সপ্তাহের আগে বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা করে দিতে পারবে না ব্যাঙ্কগুলি। কারণ, এখনও অনেক ব্যাঙ্কেই আরবিআইয়ের গাইড লাইন এসে পৌঁছয়নি।
সব ব্যাঙ্কে গাইড লাইন পৌঁছনোর আগে, কেন বিয়ের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা তোলা যাবে বলে ঘোষণা করে দিল কেন্দ্র? প্রশ্ন ভুক্তভোগীদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement