এক্সপ্লোর
Advertisement
আয়কর বিভাগকে কালো টাকার বিষয়ে তথ্য দিলে পুরস্কার মিলতে পারে ৫ কোটি টাকা
নয়াদিল্লি: আয়কর বিভাগকে যে কোনও বেনামী লেনদেন বা সম্পত্তির বিষয়ে নির্দিষ্ট তথ্য দিলে পুরস্কার হিসেবে এক কোটি টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। বিদেশে রাখা কালো টাকার বিষয়ে তথ্য দিলে আবার মিলতে পারে ৫ কোটি। আয়কর সন্ধানদাতাদের পুরস্কার সংক্রান্ত আইন বদলে এই নতুন ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে কোনও ব্যক্তি আয় বা সম্পত্তির করফাঁকির বিষয়ে প্রমাণ দিলে পুরস্কার হিসেবে ৫০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারতীয়দের পাশাপাশি বিদেশিরাও বেনামী সম্পত্তি বা করফাঁকির বিষয়ে আয়কর বিভাগের যুগ্ম বা অতিরিক্ত কমিশনারকে খবর দিতে পারেন। ২০১৬ সালের বেনামী লেনদেন বিরোধী আইনে এই অপরাধের বিচার হবে। বেনামী সম্পত্তি ও করফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এ বিষয়ে খবর দেওয়ার জন্য মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে। যাঁরা করফাঁকি ও বেনামী সম্পত্তির বিষয়ে খবর দেবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে। নির্দিষ্ট তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে।’
আয়কর বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, অন্য কারও নামে থাকা সম্পত্তিতে কালো টাকা বিনিয়োগ করা হয়। এর সুবিধা পান বিনিয়োগকারী। বেনামী সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন কঠোর করা হয়েছে। সাধারণ মানুষ যাতে কালো টাকা, বেনামী সম্পত্তি ও করফাঁকির বিষয়ে খবর দেন, সেটা নিশ্চিত করার জন্যই পুরস্কারের নিয়মে বদল আনা হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement