এক্সপ্লোর
হেলমেট ছাড়া সেকেন্ড হ্যান্ড বাইক চালিয়ে জরিমানা সাড়ে ৪২ হাজার
পুলিশ জানায় মোট ৭৭ রকমের নিয়মভঙ্গ করেছেন তিনি। যার জেরে জরিমানার মোট অঙ্ক ৪২,৫০০ টাকা। যে টাকার অঙ্ক সেকেন্ড হ্যান্ডে তাঁর স্কুটারের দামের থেকেও বেশি।

বেঙ্গালুরু : একেই বোধহয় বলে খাজনার থেকে বাজনা বেশি। স্কুটার কিনেছিলেন যে টাকায়, তার থেকে বেশি টাকার জরিমানা। দোষ ? হেলমেট না পরেই সেকেন্ড হ্যান্ড স্কুটার নিয়ে বেড়িয়ে পড়েছিলেন রাস্তায়। ঘটনা বেঙ্গালুরুতে। সবজি বিক্রেতা অরুণ কুমারের জরিমানা হয়েছে সাড়ে ৪২ হাজার টাকা। মাদিভালা অঞ্চলের বাসিন্দা অরুণ হেলমেট পরতে ভুলে গিয়েছিলেন। সেই অবস্থায় সেকেন্ড হ্যান্ড স্কুটার নিয়ে যাওয়ার পথে মাদিভালা অঞ্চলের পুলিশের হাতে ধরা পড়েন তিনি। পুলিশ তাঁকে জিজ্ঞাসাপর্বের পরে ধরায় দুই মিটার লম্বা জরিমানার বিল। যেখানে জরিমানার অঙ্ক দেখে কার্যত আঁতকে ওঠেন অরুণ। পুলিশ জানায় মোট ৭৭ রকমের নিয়মভঙ্গ করেছেন তিনি। যার জেরে জরিমানার মোট অঙ্ক ৪২,৫০০ টাকা। যে টাকার অঙ্ক সেকেন্ড হ্যান্ডে তাঁর স্কুটারের দামের থেকেও বেশি। অরুণ জরিমানার অর্থ দিতে না পারায় পুলিশ স্কুটারটি বাজেয়াপ্ত করেছে। তিনি অবশ্য ভুলস্বীকারের পর জরিমানার অর্থ জুগিয়ে স্কুটার ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলে কিছুটা সময় চেয়ে নিয়েছেন পুলিশের কাছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















