এক্সপ্লোর
Advertisement
বেঙ্গালুরুতে গাড়ির মধ্যে আটকে তরুণীর ‘শ্লীলতাহানি’ ওলা চালকের
বেঙ্গালুরু: গাড়ির দরজা আটকে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল ওলা ক্যাবের চালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
পেশায় ফ্যাশন স্টাইলিস্ট ২৩ বছরের ওই তরুণীর অভিযোগ, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ তিনি ইন্দিরানগর থেকে ওলা ক্যাবে চড়েন। তাঁর গন্তব্য ছিল বিটিএম লেআউট। কিন্তু কোরামঙ্গলা যাওয়ার পথে রিং রোডে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে দেন রাজশেখর রেড্ডি নামে ওই চালক। তিনি গাড়িটির চাইল্ড লক অন করে দেন। ওই তরুণী গাড়ির জানলা দিয়ে রাস্তার লোকজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকেন। সেটা দেখে দরজা খুলে দেন রাজশেখর। এরপরেই ওই তরুণী গাড়ি থেকে নেমে ছুটতে শুরু করেন। তবে তাঁর অভিযোগ, এরপরেও ওলা চালক তাঁর পিছু ধাওয়া করে অশ্লীল ইঙ্গিত করতে থাকেন। ৫০০ মিটার ছুটে এজিপুরা ট্র্যাফিক সিগন্যালে পৌঁছন ওই তরুণী। এরপর আর তাঁর পিছু ধাওয়া করেননি রাজশেখর।
এখানেই শেষ নয়, সোমবার রাজশেখর ৬বার ফোন করে তাঁকে অভিযোগ না জানানোর জন্য হুমকি দেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী। তিনি ওলা সংস্থায় চালকের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই সংস্থা রাজশেখরকে সাসপেন্ড করে। এরপর ওই তরুণী মাদিওয়ালা থানায় যান। তাঁর অভিযোগ শুনে পুলিশ রাজশেখরকে ডেকে পাঠায়। জেরার মুখে শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চালক। তাঁর দাবি, তিনি শুধু চাইল্ড লক হয়ে যাওয়া দরজা খোলার চেষ্টা করছিলেন। ওই তরুণী অবশ্য লিখিত অভিযোগ দায়ের করেননি। ফলে রাজশেখরকে হুঁশিয়ারি দিয়েই ছেড়ে দেয় পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement